মোবাইল ব্যাংকিং হল এমন একটা সার্ভিস যেখানে বর্তমানে আমরা ২৪ ঘন্টা মোবাইলের সাহায্যে আর্থিক লেনদেনের মাধ্যমে উপকৃত হয়ে থাকি।
বর্তমানে আমাদের দেশ সহ সকল দেশে মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। প্রযুক্তির সাথে সাথে আমাদের দেশের ব্যাংকিং সেবাগুলো এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোবাইল ব্যাংকিংয়ের অনেক সুবিধা রয়েছে যার জন্য সবাই এখন মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত। কাজের মাধ্যমে আমাদের কোথাও না যে ঘরে বসে আমরা আর্থিক লেনদেন করতে পারি।
নিচে মোবাইল ব্যাংকিং এর সুবিধা সমূহ গুলো তুলে ধরা হলো
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে বা দেশের বাইরে যেকোনো স্থানে বসে দিন রাত ২৪ ঘন্টা আর্থিক লেনদেন করা যায়। এটাই সবথেকে বড় সুবিধাজনক ব্যাপার।
মোবাইল ব্যাংকিং একাউন্টের সকল ইনফরমেশন সম্পর্কে জানা যায়। যেমন, একাউন্ট ব্যালেন্স এ কত টাকা আছে, একাউন্টে কত টাকা ঢুকেছে ও একাউন্ট থেকে কত টাকা যাচ্ছে।
যেকোনো সময় এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। এই সুবিধাটা শুধুমাত্র বাংলাদেশের একই ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই যেকোন ইউটিলিটি বিল দেওয়া যায়। যেমন, বিদ্যুৎ, গ্যাস, ফোন, পানি, ইন্টারনেট, মোবাইল রিচার্জ, বাসের টিকিট, ট্রেনের টিকিট, ফ্লাইট এর টিকিট ইত্যাদি ক্রয় ও বিল পে করা যায়।
বিকাশ, রকেট নগদ অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শপিং করতে পারবেন।
আপনি আপনার নিকটস্থ দোকানে গিয়ে বিকাশ/রকেট/নগদ এর টাকা উত্তোলন করতে পারবেন যার ফলে আপনার কোন ধরনের ব্যাংকে যাওয়া প্রয়োজন হয় না।