আমরা আমাদের সন্তানের নাম রাখার সময় নামের অর্থ ও উচ্চারণের সাবলীলতা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকি।
ইসলামের নামের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নাম একটি মানুষের পরিচয় বহন করে। এসব বিষয়ের উপর ভিত্তি করে বলা যায় নাম লেখার গুরুত্ব অনেক। আজকের টপিক হচ্ছে তাসনিম নামের অর্থ কি?
তাসনিম নামের অর্থ উপর থেকে নিচে নামা এরকম কিছু বোঝা যায়। তাসনিম মেয়েদের নামের জন্য ব্যবহৃত হয়। এটি উচ্চারণে ও সাবলীল। এটি একটি আধুনিক নাম।
তাসনিম নামের আরবি অর্থ জান্নাতের একটি ঝর্ণার নাম। যা মূলত উপর থেকে নিচের দিকে নেমে আসে। আপনি আপনার মেয়ে সন্তানের জন্য অবশ্যই তাসনিম নামটি রাখতে পারেন। তাসনিম নামের সাথে মিল রেখে আরো যেসকল নাম রাখতে পারেন
তাসনিম জান্নাত জিহা
তাসনিম রহমান
রামিশা তাসনিম
তাহমিনা তাসনিম তাম্মী
তাসনিম আক্তার
ফারিহা তাসনিম
তাসনিম ইসলাম
তাসলিম আরা জোহা
সাদিয়া তাসনিম
তাসলিমা সরকার