ফেসবুক বর্তমান সময়ের একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ও ভিডিও শেয়ারিং মাধ্যম। আমরা অনেক সময় বিভিন্ন কারণে কিছু মানুষের ফেসবুক আইডি হ্যাক করতে চাই।
অনেকে চিন্তা করে যে কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় কিন্তু আসলেও কি ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব।
কিছু মানুষ বলেন ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব। তো আবার কিছু মানুষ বলেন ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব নয়।
আজকের আর্টিকেলটি মূলত তাদের বিতর্কের উত্তর দেওয়ার জন্যই লেখা।
ফেসবুক আইডি কি সত্যিই হ্যাক করা সম্ভব?
ফেসবুক আইডি হ্যাক করা মূলত ইলিগাল। এর জন্য আপনার জেল পর্যন্ত হতে পারে।
কারন ফেসবুক আইডিতে মানুষের অনেক প্রয়োজনীয় ও পার্সোনাল তথ্য থাকে।
ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
ফেসবুকে মূলত সিকিউরিটি ও প্রাইভেসি অনেক হাই লেভেলের সিকিউরিটি থাকে। হাই লেভেলের সিকিউরিটি লেয়ার ভেঙে ফেসবুক আইডি হ্যাক করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব।
আমরা ইউটিউবে Facebook Hack লিখে সার্চ করলে হাজারো ভিডিও দেখতে পাবো বা গুগলে সার্চ করলে আমারা হাজার ওয়েবসাইট দেখতে পাবো। যেখানে Facebook Hack এর কথা বলা রয়েছে। যেগুলো ৯৮ ভাগ মিথ্যা।
তবে যদি আপনি ফেসবুক আইডি হ্যাক করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন দক্ষ প্রোগ্রামার হতে হবে।
আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, সি প্রোগ্রামিং,ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ভালো ধারণা থাকতে হবে।
তবে ফিশিং সাইটের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব।
অনেক সাধারন মানুষ মূলত ফিশিং সাইট এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করে থাকে। আমাদের ফিশিং সাইট এর বিষয়ে ধারণা না থাকার ফলে আমরা বলে যে কোন লিংকে ক্লিক করে ফেসবুক ফিশিং সাইট এর শিকার হতে পারি।
ফিশিং সাইট লিখে ইউটিউবে সার্চ করলে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। কিভাবে ফিশিং সাইট কাজ করে ও কিভাবে ফিশিং সাইট বানাতে হয়।
মূলত ফিশিং সাইট দেখতে ফেসবুক লগইন পেজ এর মত। ফেসবুকে আপনি যেমন লগইন করেন সেখানেও আপনার ফেসবুকের মত দেখতে হুবহু পেজ আসবে এবং আপনার কাছে আপনার ফেসবুক আইডি চাইবে।
আপনি সেটাকে ফেসবুক মনে করে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিলে সেটা অন্য কারোর জিমেইলে চলে যাবে।
তাই যে কোন লিংক থেকে সাবধানে থাকতে হবে। অযথা ফেসবুকের যে কোন লিঙ্কে ক্লিক করা যাবে না। নতুবা ফিশিং সাইটে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিলে সে আপনার ফেসবুক আইডিতে সহজেই লগ ইন করতে পারবে এবং আপনার ব্যক্তিগত তথ্যাদি চুরি করবে।