আমরা যারা কনটেন্ট রাইটার বা ব্লগ ওয়েবসাইটের জন্য কনটেন্ট লেখালেখি করি আমাদের লেখা কনটেন্ট গুলো অবশ্যই ইউনিক হতে হয়।
তাই আমরা যখন কনটেন্ট লিখালিখি করি তখন আমরা সবসময় চেষ্টা করি সেটা যেন শতভাগ ইউনিক কন্টেন্ট হয়। তবে সে ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কনটেন্টগুলো অন্য কোন কনটেন্ট রাইটার দিয়ে লিখিয়ে নেই।
মাঝে মাঝে কনটেন্ট লিখার পর সেটা ইউনিক কন্টেন্ট হয়েছে কিনা বা কপিরাইট কনটেন্ট হয়েছে কিনা তা চেক করতে হয়।
তাই ২০২২ সালে আমরা দেখবো কিভাবে কনটেন্ট কপিরাইট চেক দেওয়া যায়। ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন ব্লগ পোস্ট করে তাদের জন্যও অনেক সুবিধা হবে কারণ তাদের এই বিষয়ে জ্ঞান একটু কম।
অনেকে হয়তো ভাবেন কনটেন্ট কপিরাইট কি? ইউনিক কনটেন্ট কি? প্লাগারিজম কনটেন্ট কি ইত্যাদি।
কনটেন্ট কপিরাইট চেক করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং টুলস রয়েছে। তবে ভালো মানের চেকার গুলো বেশিরভাগই পেইড। আজ যেসব ফ্রি সাইট বা টুলস রয়েছে তা অনেক সময় সঠিকভাবে কাজ করে না।
কন্টেন কপিরাইট চেক দেওয়ার অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে। তবে আজকের আর্টিকেলে একটি ফ্রি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেবো। যা দিয়ে আপনি নির্বিঘ্নে আপনার কন্টাক্ট করতে পারেন।
কনটেন্ট কপিরাইট চেক করার ফ্রি ওয়েবসাইটঃ Small Seo Tools
ওয়েবসাইটটিতে ঢোকার পর লাল দাগ দেওয়া জায়গায় আপনার কনটেন্ট এ পেস্ট করুন। যেহেতু এটি ফ্রী ওয়েবসাইট তাই আপনার কন্টাক্ট ১০০০ শব্দের মধ্যে হতে হবে।
এরপর i’m not a robot ও Check Plagiarism এ ক্লিক করুন।
আপনার কনটেন্ট ইউনিক হলে দেখতে পাবেন ১০০% Unique লেখা। আর কপিরাইট কনটেন্ট হলে যতটুকু কপিরাইট কনটেন্ট হবে Plagiarism এ তত পার্সেন্ট লেখা থাকবে।


কনটেন্ট কপিরাইট চেক করার ফ্রি ওয়েবসাইটঃ Duplichecker

আশা করি বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে কপিরাইট কন্টাক্ট কিনা চেক করবেন।
আমি শুধুমাত্র একটি উদাহরণ দেখিয়েছি এমন অনেক পেইড ওয়েবসাইট বা ফ্রি ওয়েবসাইট রয়েছে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।
কিন্তু কপিরাইট কন্টেন্ট থেকে সাবধানে থাকবেন। আর কনটেন্ট পোস্ট করার সময় অবশ্যই এভাবে চেক করে নেবেন। নয়তো আপনার ওয়েবসাইটের অনেক বড় ক্ষতি হবে।