বর্তমান বিশ্বে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে মিনিটে যোগাযোগ করা সম্ভব।
তাছাড়া অনেকে ভিডিও শেয়ার করে টাকা ইনকাম করছে। ফেসবুক একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে এবং অনেক মানুষ এটি ব্যবহার করার কারণে কিছু অসাধু লোক ফেক অ্যাকাউন্ট খোলে থাকে।
বিভিন্ন মানুষের নামে ফেক একাউন্ট খুলে তারা বিভিন্ন খারাপ জিনিস পোস্ট করে । যা দেখে অনেকেই টেনশনে পড়ে যায়। মাঝেমধ্যে ফেক অ্যাকাউন্টগুলো থেকে অনেকের কাছে টাকা চাওয়া হয়।
আপনার নামে বা আপনার কারো পরিচিত লোকের নামে যদি কেউ ফেক আইডি খুলে থাকে কিভাবে সেটা নষ্ট করতে হয় চলুন দেখে নেয়া যাক।
আমার ফেসবুকের রিপোর্ট অপশনের মাধ্যমে সেই ফেক অ্যাকাউন্টগুলো নষ্ট করা সম্ভব।
কারো ফেসবুক আইডি নষ্ট করতে চাইলে প্রথমে তার প্রোফাইলে যেতে হবে।
প্রোফাইলে থ্রী ডট এ ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল( find support or report profile) অপশনে ক্লিক করতে হবে।
সেখানে যে ফেক একাউন্ট (Fake Account) নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমে রিপোর্ট করতে হবে।
Profile>find support or report profile>Fake Account>Submit
আপনি আপনার বন্ধুদেরও বলতে পারেন সেই একাউন্টে রিপোর্ট মারার জন্য উপরোক্ত নিয়মে। অনেকগুলো রিপোর্ট একসাথে হলে ফেসবুক বুঝতে পারবে যে এটি একটি ফেক অ্যাকাউন্ট। তখন ফেসবুক তাঁর অ্যাকাউন্টটি নষ্ট করে দেবে। যত বেশি রিপোর্ট মারবেন আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যায়।
তাই রিপোর্ট মারার মাধ্যমে অন্যের ফেসবুক আইডি নষ্ট করা সম্ভব।