কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে সকল ক্ষেত্রে কম্পিউটার প্রয়োজন পড়ে। বর্তমানে যে কোন চাকরিতে যোগদানের জন্য কম্পিউটার শেখা আবশ্যক।
সরকারি বেসরকারি সকল অফিসের বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। ঘরে বসে টাকা ইনকাম করা যায় কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। সেরকম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
সুতরাং বুঝতেই পারছেন কম্পিউটার শেখার গুরুত্ব কতখানি। আজকে আমরা আপনাদের সাথে এরকম কিছু টিপস শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারবেন।
বর্তমান পৃথিবীতে এমন একটা লোক পাওয়া যাবেনা যে ইন্টারনেটের সাথে সংযুক্ত নয় বা ইন্টারনেট কি জানো না। ইন্টারনেটের সঠিক ব্যবহার করে আমরা বিভিন্ন শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারি।
আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনার দরকার হবে একটি স্মার্টফোন এবং ডাটা। ইন্টারনেট জগতে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে।
যেমনঃ ইউটিউব, কম্পিউটার টিউটোরিয়াল পিডিএফ, অনলাইন কম্পিউটার লার্নিং ওয়েবসাইট, কম্পিউটার শিক্ষার অ্যাপস।
আপনি কিভাবে এই মাধ্যমগুলো ব্যবহার করে কম্পিউটার শিখতে পারবেন এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করবো-
প্রথমে আপনার কাছে থাকতে হবে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন। সেই ফোনে ইন্টারনেট ডাটা এক্টিভেট করে নিতে হবে। কম্পিউটারে অনেক কাজ রয়েছে। এখানে কাজের কোনো শেষ নেই।
তাই আপনাকে জানতে হবে আপনি কম্পিউটারের কোন কাজ শিখতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে কম্পিউটারের যে সাধারণ বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে ভাড়া নিতে হবে।
যেমনঃ কিভাবে কম্পিউটার অন করতে হয় অফ করতে হয় এই ধরনের বিষয়গুলো। কম্পিউটার চালাতে জানে এমন কোন ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালানোর বেসিক শিখে নিতে পারেন।
কম্পিউটারের বিভিন্ন কাজের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাজ হলোঃ
মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, সফটওয়্যারের কাজ, এডিটিং এর কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, ফটোশপের কাজ,অপারেটিং সিস্টেমের কাজ, নেটওয়ার্কিং এর কাজ ইত্যাদি আরো অনেক কাজ রয়েছে। সবগুলো একসাথে শেখা সম্ভব না।
তাই আপনাকে প্রথমে বেছে নিতে হবে আপনি কোন কাজটি শিখতে চান অথবা কোন কাজের উপর কোর্স করতে চান। এই সবগুলো কাজ শিখার জন্য অবশ্যই ইন্টারনেট লাগবে।
ইউটিউব দ্বারা
দুনিয়ায় এমন কিছু নাই যেটা ইউটিউবে নাই। হাজার হাজার বিষয়ের জন্য হাজার হাজার টিউটোরিয়াল ভিডিও রয়েছে ইউটিউবে। ইউটিউবে সার্চ বারে গিয়ে কম্পিউটার কোর্স বা কম্পিউটার বেসিক কোর্স লিখে সার্চ দিলে আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে।
সেখান থেকে আপনি কম্পিউটারের বেসিক বা কম্পিউটার কোর্স শিখতে পারবেন। আর আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ে কোর্স শিখতে চান তাহলে ওই বিষয়ের নাম লিখে সার্চ দিবেন তাহলে ওই বিষয়ের টিউটোরিয়াল ভিডিও চলে আসবে।
এভাবে মোবাইলে দেখে দেখে আপনি কম্পিউটারের বিভিন্ন বিষয় শিখতে পারবেন।
পিডিএফ ফাইল দ্বারা
ইউটিউব যেমন দেখে দেখে শেখার একটি মাধ্যম পিডিএফ তেমন পড়ে পড়ে শেখার একটি মাধ্যম। পিডিএফ ফাইলে বিভিন্ন বিষয়ের উপর মেসেজ আকারে অথবা ছবি আকারে লেখা থাকে।
গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে কম্পিউটার কোর্স বা কম্পিউটার শেখার কোর্স লিখে সার্চ দিলে কম্পিউটার শেখার পিডিএফ ফাইল চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
এরপর সেগুলো দেখে দেখে পড়ে কম্পিউটারের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে পারবেন।
অনলাইন লার্নিং ওয়েবসাইট
বর্তমান যুগে যুগে। আর এই যুগে আমরা প্রায় সবকিছুর অনলাইন কোর্স করে শিখে নিতে ইন্টারনেটের পারি। গুগলে ‘অনলাইন কম্পিউটার কোর্স’ লিখে বা বলে সার্চ করলেই বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটগুলোতে ফ্রিতে অনলাইনে কম্পিউটার কোর্স শিখে নিতে পারেন।
অ্যাপস এর মাধ্যমে
অ্যাপস অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ‘কম্পিউটার বেসিক নলেজ’ লিখে সার্চ দিলে অনেক অ্যাপস পাবেন।
বাংলা, ইংরেজি দুই ভাষায় কম্পিউটার টিউটোরিয়াল অ্যাপস রয়েছে। অ্যাপস গুলো মোবাইলে ইন্সটল করে আপনি কম্পিউটারের শিক্ষা নিতে পারবেন।
এছাড়া কম্পিউটারের বিভিন্ন কোর্স শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যে কোন একটি প্রতিষ্ঠান ভর্তি হয়ে কম্পিউটার শিক্ষা অর্জন করতে পারেন। সবচেয়ে ভালো হয় সরাসরি এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শেখা।