প্রাইমারি থেকে হায়ার লেভেল পর্যন্ত প্রায় সব জায়গায় জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র শেখানো হয়। স্কুল কলেজে বিভিন্ন কারণে জরিমানা নেয়া হয় যেমনঃ দেরিতে বেতন দেওয়া, স্কুলে অনুপস্থিত থাকা ইত্যাদি।
এছাড়াও বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের এই আবেদনপত্রটি আসে। এই সব দিক বিবেচনা করলে একজন শিক্ষার্থীর অবশ্যই জরিমানা মওকুফের জন্য আবেদন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
আজকে আমরা জানবো কিভাবে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখতে হয়
তারিখঃ …………………
বরাবর
প্রধান শিক্ষক
………………………..স্কুল/কলেজের নাম
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ……… শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। ………………………….কারণে আমার নামে জরিমানা ধরা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করা আমার পরিবারের জন্য প্রায় অসম্ভব।
অতএব, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে জরিমানার টাকা মওকুফ করার অনুমতি দিতে আপনার একান্ত মর্জি কামনা করছ।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
…………. নাম
…………. শ্রেণি
………… রোল
জরিমানা মওকুফের জন্য আবেদন করবেন যেভাবে (অরিজিনাল ফরমেট)
০১/০৬/২০২২
প্রধান শিক্ষক
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়
ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক শাখার একজন নিয়মিত ছাত্র। দীর্ঘ চার বছর যাবৎ আপনার বিদ্যালয়ের সকল নিয়ম কানুন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ করে আসছি। নানা রকম আর্থিক সংকটের কারণে আমি গত মাসে আপনার বিদ্যালয়ের বেতন পরিশোধ করতে পারিনি। বিদ্যালয়ের বেতন সঠিক সময়ে না দেওয়ার কারণে আমার ওপর জরিমানা ধার্য করা হয়। আজকে আমি বেতন পরিশোধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানাসহ বেতন পরিশোধ করা প্রায় অসম্ভব।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমার উপর আরোপিত জরিমানা মওকুফ করে বেতন পরিশোধের সুযোগ তৈরি করে দিয়ে বাধিত করিবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
মেহেদী হাসান
শ্রেণী: নবম
রোল: ১০