প্রণালী থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় পরীক্ষায় আসে। হোক সেটা চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা।
প্রণালী মনে রাখার জন্য আমরা অনেকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকি। আজকে আমরা প্রণালী মনে রাখার বিভিন্ন কৌশল আপনাদের সাথে শেয়ার করবো।
- প্রণালীর নামঃ পক প্রণালী
- পৃথক হয়েছেঃ শ্রীলঙ্কা-ভারত (শ্রীভা)
- সংযুক্ত হয়েছেঃ আরব সাগর-ভারত মহাসাগর (আভা)
- মনে রাখার কৌশলঃ শ্রীভা পক করে আভাকে দেখে হাসল।
- প্রণালীর নামঃ জিব্রাল্টার প্রণালী (জিব্রা)
- পৃথক হয়েছেঃ ইউরোপের স্পেন-আফ্রিকার মরক্কো (ইআ)
- সংযুক্ত হয়েছেঃ ভূমধ্যসাগর-আটলান্টিক (ভূআ)
- মনে রাখার কৌশলঃ জিব্রা ইআ ভূআ
- প্রণালীর নামঃ মালাস্কা প্রণালী
- পৃথক হয়েছেঃ সুমাত্রা-মায়েশিয়া (সুমা)
- সংযুক্ত হয়েছেঃ জাভা সাগর-বঙ্গোপসাগর (জাব)
- মনে রাখার কৌশলঃ মা সুমা জাব
- প্রণালীর নামঃ বেরিং প্রণালী
- পৃথক হয়েছেঃ এশিয়া-আমেরিকা (এশিয়ার আম)
- সংযুক্ত হয়েছেঃ উত্তর সাগর-বেরিং সাগর (উত্তর বেরিং)
- মনে রাখার কৌশলঃ এশিয়ার আম পাবে উত্তর বেরিং এ
- প্রণালীর নামঃ ফ্লোরিডা প্রণালী
- পৃথক হয়েছেঃ কিউবা-ফ্লোরিডা
- সংযুক্ত হয়েছেঃ মেক্সিকো উপসাগর-আটলান্টিক
- মনে রাখার কৌশলঃ মেক্সিকোর আট নাগরিক কিউবা থেকে ফ্লোরিডাতে গেল।
- প্রণালীর নামঃ ইংলিশ চ্যানেল প্রণালী (ইংলিশ চিকেন)
- পৃথক হয়েছেঃ ফ্রান্স-ইংল্যান্ড (ফ্রাই)
- সংযুক্ত হয়েছেঃ উত্তর সাগর-আটলান্টিক (উত্তর আটলান্টিক)
- মনে রাখার কৌশলঃ ইংলিশ চিকেন ফ্রাই নিয়ে উত্তর আটলান্টিক যাব।
- প্রণালীর নামঃ সুন্দা প্রণালী (সুন্দর)
- পৃথক হয়েছেঃ সুমাত্রা-জাভা (সুমাজা)
- সংযুক্ত হয়েছেঃ ভারত মহাসাগর-জাভা সাগর (ভারত জা)
- মনে রাখার কৌশলঃ সুন্দর সুমাজা ভারত জা।
- প্রণালীর নামঃ হরমুজ প্রণালী
- পৃথক হয়েছেঃ আরব আমিরাত-ইরান (আই)
- সংযুক্ত হয়েছেঃ ওমান সাগর-পারস্য উপসাগর (ওমান পার)
- মনে রাখার কৌশলঃ আই হরমুজ খেয়ে ওমান পার হব।
- প্রণালীর নামঃ মেসিনা প্রণালী (মেসি)
- পৃথক হয়েছেঃ সিসিলি-ইতালি (সি ইতা)
- সংযুক্ত হয়েছেঃ টির ইনিয়ান-আইওনিয়ান সাগর (টির আইও)
- মনে রাখার কৌশলঃ মেসিসি ইতাটির আইও।
- প্রণালীর নামঃ ডোভার প্রণালী (ডুব)
- পৃথক হয়েছেঃ যুক্তরাজ্য-ফ্রান্স (যুফ্রা)
- সংযুক্ত হয়েছেঃ ইংলিশ চ্যানেল-উত্তর সাগর (ইলিশ, উত্তর)
- মনে রাখার কৌশলঃ যুফ্রা ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল।
- প্রণালীর নামঃ বসফরাস প্রণালী (বস)
- পৃথক হয়েছেঃ এশিয়া-ইউরোপ (এই)
- সংযুক্ত হয়েছেঃ মরমর সাগর-কৃষ্ণ সাগর (মম, কৃষ্ণ)
- মনে রাখার কৌশলঃ বস এইমাত্র মম ও কৃষ্ণকে ডাকলেন।
- প্রণালীর নামঃ দার্দানেলিস প্রণালী (দাদা)
- পৃথক হয়েছেঃ মরক্কো-মরক্কো (মর মর)
- সংযুক্ত হয়েছেঃ ইজিয়ান সাগর-মরমর সাগর (ইজি)
- মনে রাখার কৌশলঃ দাদা মর মর ইজি মর
- প্রণালীর নামঃ বার্বেল মান্ডেল প্রণালী (বাবামা)
- পৃথক হয়েছেঃ এশিয়া-আফ্রিকা (আশিআ)
- সংযুক্ত হয়েছেঃ লোহিত সাগর-এডেন সাগর (লোএ)
- মনে রাখার কৌশলঃ বাবামা আশিআ লোএ গেলেন