যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগো বেশি হয়ে থাকে। প্রেমিক-প্রেমিকার মাঝে ঝগড়া হবে এটা স্বাভাবিক ব্যাপার। এই রাগ অভিমান একজনকে আরেকজনের কাছ থেকে দূরে ঠেলে দেয়।
অনেক সময়ে রাগের কারণে অনেক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তাই আমাদের কথায় কথায় রাগ করলে চলবে না। রাগ করলে রাগ ভাঙ্গাতে হবে। একটি সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমীকেরা প্রেমিকার রাগ ভাঙ্গিয়ে থাকে।
প্রেমিকারা যতই ভুল করে থাকুক না কেন তারা সব সময় আশা করে থাকে যেন প্রেমিক এসে তাদের রাগ ভাঙ্গিয়ে দেয়।
আপনার প্রিয়তমা বা প্রেমিকা কোন কারণে রেগে আছে সেটা জানা থাকলে রাগ ভাঙ্গানোটা অনেক সহজ হয়ে যায়। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করবো প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায়গুলো।
আপনার প্রেমিকা কি কারনে রেগে আছে সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি তার সাথে কথা বলে রাগ করার কারণ জানার চেষ্টা করুন।
আপনার ইগো সাইডে রেখে তাকে সরি বলুন দেখবেন তার রাগ অনেকটা কমে গেছে। আর যদি সে তখন উল্টো রাগ করে আপনাকে কিছু বলে তখন তার জবাব না দিয়ে ভালোবেসে তার সাথে কথা বলুন।
আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তার সাথে উল্টো রাগ করে কিছু বলা যাবে না। এতে সমস্যার সমাধান না হলে আরো বেড়ে যাবে। তাই সে যত কিছুই বলুক না কেন আপনি সব সহ্য করে তাকে বারবার সরি বলতে থাকুন দেখবেন তার রাগ কমে গেছে।
প্রেমিকার মন ভালো করার জন্য তাকে একটি ফুল দিন। ফুলের সাথে সুন্দর সুন্দর ভালোবাসার কথা লিখে তাকে দিন। ফুলের তোড়ার সাথে আই লাভ ইউ বা সরি এগুলো লিখে প্রেমিকাকে দিন।
ফুলের তোড়া দেখলে প্রেমিকার মন গলে যাবে সে আপনার উপর আর রাগ করে থাকতে পারবে না।
মেয়েদের রাগ ভাঙ্গানোর সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে গিফট দেওয়া। আপনি আপনার প্রেমিকার পছন্দের জিনিস তাকে গিফট করতে পারেন। যদি সে গিফট নিতে না চায় তাহলে তাকে বলুন আপনি ভালোবেসে তার জন্য এনেছেন এবং সে নিলে আপনি অনেক খুশি হবেন।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে ‘I LOVE YOU’। আপনার প্রেমিকা যতই রাগ করে থাকুক না কেন এই শব্দটি আপনার প্রেমিকার মুখে হাসি আনতে সাহায্য করবে।
আপনি আপনার প্রেমিকাকে বার বার আই লাভ ইউ বলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত সে আই লাভ ইউ টু বলবে। আপনি ফোনে মেসেজ করে অথবা কথা বলে কথাটি বলতে পারেন। সবচেয়ে ভালো হয় সরাসরি বললে।
আমাদের পেট যখন খালি থাকে তখন আমাদের রাগ আরো বেশি বেড়ে যায়। আপনি আপনার প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য তার পছন্দের খাবার যেমনঃ চকলেট, কেক, থাই ফুড, চাইনিজ ফুড ইত্যাদি এনে দিতে পারেন। পছন্দের খাবার পেলে সবার মনে ভালো হয়ে যায়।
আপনি আপনার প্রেমিকাকে হাসানোর মাধ্যমে তার রাগ ভাঙ্গাতে পারেন। আপনাদের দুজনের সাথে ঘটা পুরনো কিছু হাসির স্মৃতি অথবা হাসির জোকস ইত্যাদি বলে আপনার প্রেমিকাকে হাসাতে পারেন।
এছাড়া বিভিন্ন মিষ্টির কথা যেমন রাগ করলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। তাকে বলুন সে রাগ করে থাকলে আপনার ভালো লাগে না, কাজে মন বসে না। আপনি যদি গুছিয়ে বা সাজিয়ে কথা বলতে পারেন তাহলে সহজেই রাগ ভাঙাতে পারবেন।
সকল প্রেমিকাই চায় তার রাগ যেন তার প্রেমিক ভাঙ্গায়। সে জানে আপনার মত কেউ তাকে আদর করে না। তাই সে যত রাগই করুক না কেন সে চায় আপনি যেন তাকে মানিয়ে রাগ কম করে দেন।
প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান হবে এবং হওয়াটাই স্বাভাবিক। উপরে রাগ ভাঙ্গানোর উপায় গুলো আপনাদের প্রেমিকার রাগ কমানোর জন্য আশা করি কাজে আসবে।
আপনি কতটা ভালো করে এবং তাড়াতাড়ি নিজের প্রেমিকার রাগ ভাঙ্গাতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে।