আলোর প্রতিসরণ
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তীর্যকভাবে আপতিত আলোকরশ্মির গতিবেগ পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়।
আলোকরশ্মি সাধারনত ০° এবং ৯০° ছাড়া অন্য যে কোন কোণের মাধ্যমদ্বয়ের বিভেদতলে পড়ে।
মাধ্যমদ্বয়ের ঘনত্বের পার্থক্যের কারণে আলোর প্রতিসরণ ঘটে। যদি আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয় তাহলে আলো বিভেদ তল হতে অভিলম্ব থেকে দূরে সরে আসে।
আর যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়ে থাকে তাহলে আলো বিভেদ তল অভিলম্বের দিকে বেঁকে যায়।