ভার্চুয়াল (Virtual) শব্দের অর্থ অস্তিত্বহীন। অর্থাৎ ভার্চুয়াল বলতে এমন এক অবস্থাকে বুঝায় যার কোন অস্তিত্ব বাস্তবে নেই শুধু কল্পনাতে আছে।
বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল ক্লাসরুম, ভার্চুয়াল খেলা ইত্যাদি আবিষ্কার করা হয়েছে। আপনি সশরীরে অফিসে, ক্লাসরুমে, মাঠে না থেকেও অফিসের কাজ করতে করতে পারবেন, ক্লাস করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন।
ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে এগুলো করা যায়।