সর্বপ্রথম ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দুইবার এবং ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
আসর | সাল | চ্যাম্পিয়ণ দল | রানার আপ দল |
---|---|---|---|
১ম আসর | ২০০৭ | ভারত | পাকিস্তান |
২ম আসর | ২০০৯ | পাকিস্তান | শ্রীলঙ্কা |
৩ম আসর | ২০১০ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া |
৪ম আসর | ২০১২ | ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা |
৫ম আসর | ২০১৪ | শ্রীলঙ্কা | ভারত |
৬ম আসর | ২০১৬ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
৭ম আসর | ২০২১ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |