আমাশয় একটি কমন রোগ। প্রায় সব বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
পেটে কামড় বা ব্যথা নিয়ে যখন পায়খানা হয়ে থাকে এবং মলের সাথে মিউকাস বেশি থাকে তাহলে সেটাকে আমাশয় বলা হয়।
আর যদি মলের সাথে রক্ত বের হয় তাহলে সেটাকে রক্ত আমাশয় বলা হয়।
ভাইরাস এবং পরজীবী দ্বারা আমাশয় রোগ হয়ে থাকে। আমাশয় দুই ধরনের হয়ে থাকে। যথাঃ বেসিলারি আমাশয় ও অ্যামিবিক আমাশয়।
আমাশয় রোগের লক্ষণ
আমাশয় রোগে আক্রান্ত হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যে এ রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে লক্ষণ গুলো দেখা দিতে বেশি সময় লাগতে পারে।
বেসিলারি আমাশয় রোগের লক্ষণঃ
- তীব্র পেট ব্যথা,
- জ্বর,
- বমি বমি ভাব এবং
- মলের সাথে রক্ত থাকতে পারে।
অ্যামিবিক আশায় রোগের লক্ষণঃ
- শরীরের ক্লান্তি ভাব,
- ওজন কমে যাওয়া,
- জ্বর,
- বমি বমি ভাব,
- পেট ব্যথা।
আমাশয় রোগের প্রতিকার
মলত্যাগের পর ভালো করে সাবান পানি দিয়ে হাত, পা ধৌত করতে হবে।
কোন কিছু খাওয়ার আগে এবং পরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।
নিজের ব্যবহৃত জিনিসপত্র অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না এবং অন্যের ব্যবহৃত জিনিসপত্র নিজে ব্যবহার করবেন না।
নিরাপদ পানি পান করতে হবে। পানি ফুটিয়ে বা ফিল্টার করে পান করবেন।
যেকোনো ধরনের ফলমূল খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে নিবেন।
রাস্তার পাশে বা বাইরের যে কোনো খোলা খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।
সাধারণত আমাশয় রোগ এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। যদি দেখেন অনেকদিন হয়ে গেছে কিন্তু ভাল হচ্ছেনা তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন।