আমরা সবাই জানি ২৪ ঘন্টায় একদিন এবং সাত দিনে এক সপ্তাহ। সপ্তাহের সাত দিনের নাম গুলো লেটিন ভিত্তিক ভাষার রোমান ক্যালেন্ডার থেকে এসেছে।
আমাদের দেশে সাধারণত শনিবারকে সপ্তাহের প্রথম দিন এবং শুক্রবারকে সপ্তাহের শেষদিন ধরা হয়। তবে আন্তর্জাতিক অনুযায়ী সোমবার সপ্তাহের প্রথম দিন এবং রবিবার সপ্তাহের শেষ দিন।
বাংলায় সাত দিনের নাম গুলো হলঃ
- শনিবার,
- রবিবার,
- সোমবার,
- মঙ্গলবার,
- বুধবার,
- বৃহস্পতিবার এবং
- শুক্রবার।
ইংরেজিতে সাত দিনের নাম গুলো হলঃ
- Saturday,
- Sunday,
- Monday,
- Tuesday,
- Wednesday,
- Thursday,
- Friday.
আরবিতে সাত দিনের নাম গুলো হলঃ
- ইয়ামুছ ছাবত,
- ইয়ামুল আহাদ,
- ইয়ামুল ইছনাইন,
- ইয়ামুল ছালছা,
- ইয়ামুল আ’রবা,
- ইয়ামুল খামিছ,
- ইয়ামুল জু’মা।