ভূপৃষ্ঠের মধ্যে যেগুলো দেখা যায় ও যেগুলো দেখা যায় না এ জাতীয় সকল জৈব ও অজৈব পদার্থের সমন্বয় পরিবেশ গঠিত। পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে যেমন মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, যানবাহন, অট্টালিকা ইত্যাদি। মূলত আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ।
প্রাকৃতিক পরিবেশ কাকে বলে
প্রকৃতির উপাদান গুলো কে দুটি ভাগে ভাগ করা যায় জড় ও জীব। জড় ও জীব এ দুটি উপাদান নিয়ে গঠিত পরিবেশে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলোঃ মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, সূর্যের আলো ইত্যাদি।