তথ্য শব্দের সাথে আমরা সবাই পরিচিত। বাংলাদেশের রান কত? আজকের তাপমাত্রা কত? কয়টা বাজে?
এরকম বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে চাই বা অন্য কাউকে দিয়ে থাকি। তথ্য ছাড়া এক মুহূর্তও চলা যায় না। তথ্যের গুরুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।
তথ্য কি
লেখা যায়, পড়া যায়, বোঝা যায়, বহন করা যায় এমন একটি বার্তা হল তথ্য বা ইনফরমেশন।
কোন কিছু সম্পর্কে ধারণা পাওয়ার উদ্দেশ্যে সেটি সম্পর্কিত বিভিন্ন উপাত্ত বা ডেটাকে প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বলে।
কম্পিউটারে ভাষায় তথ্য হলো, কোনো প্রক্রিয়াজাত ডেটার উপর ভিত্তি করে যে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়।
পরিসংখ্যানের ভাষায় তথ্য হলো, সুশৃংখল বিন্যস্ত উপাত্তের সমষ্টি।