তথ্য বা ইনফরমেশন কাকে বলে
কোন কিছু সম্পর্কে ধারণা পাওয়ার উদ্দেশ্যে সেটি সম্পর্কিত বিভিন্ন ডেটাকে যৌক্তিক মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বলে।
উপাত্ত বা ডেটা কাকে বলে
উপাত্ত বা ডাটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক যা বিক্ষিপ্ত বা এলোমেলো বা অগোছালো কয়েকটি সংখ্যা, অক্ষর, চিহ্ন ইত্যাদি হতে পারে। উপাত্তের নিজস্ব কোন অর্থ নেই। তথ্য পুরোপুরি উপাত্তের উপর নির্ভরশীল।
যেমন কাতার বিশ্বকাপে ৩২ টি দল অংশগ্রহণ করবে। এটি একটি তথ্য। আর এখানে অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশ উপাত্ত।