ইউটিউব (Youtube) এই নামটি বর্তমানে প্রায় আমরা সকলের মুখেই শুনে থাকি। অনেকের জানতে ইচ্ছে করে কে এই ইউটিউবের প্রতিষ্ঠাতা?
ইউটিউব বর্তমানে ভিডিও দেখা ও শেয়ারিং এর বহুল জনপ্রিয় একটি মাধ্যম বা প্লাটফর্ম। ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ অর্থাৎ ১৭ বছর আগে ইউটিউবের পথযাত্রা শুরু। এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। যা ছাড়া আমরা অনেকেই এখন আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করতে পারিনা।
এই বহুল জনপ্রিয় ইউটিউব এর প্রতিষ্ঠাতা ৩ জন বন্ধু। ইউটিউব এর প্রতিষ্ঠাতারা হলোঃ
- স্টিভ চেন
- চাড হার্লি
- জাভেদ করিম (Jawed Karim)
এখানে একটি মজার বিষয় হলো জাভেদ করিম (Jawed Karim) একজন বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন। যা আমাদের জনয গর্বের বিষয়।