নৈতিকতা শব্দটি ল্যাটিন শব্দ “মোরালিটাস” থেকে এসেছে। যার অর্থ ভদ্রতা, উত্তম আচরণ।
নৈতিকতা হলো নীতি সমন্বন্ধীয়, নীতিমূলক কাজে কর্মে, কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। নৈতিকতা মানুষের মাঝে ভালো ও খারাপের মাঝে পার্থক্য গড়ে তুলে।
সুখের চাবিকাঠি হলো নৈতিকতা।