বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বান্দরবান জেলা অবস্থিত। বান্দরবান জেলাকে বলা হয় পাহাড়ি কন্যা। কারণ বান্দরবান জেলায় রয়েছে চারদিকে সবুজ শ্যামল পাহাড়-পর্বত। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য বান্দরবান হতে পারে ভ্রমণের অন্যতম স্থান।
বান্দরবান জেলায় দেখার মতো অনেক জায়গায় রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হলোঃ নীলগিরি, নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, সাঙ্গু নদী, চিম্বুক, মিলনছড়ি, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা, প্রান্তিক লেক, নাফাখুম জলপ্রপাত, ঋজুক জলপ্রপাত, শৈলপ্রপাত, তাজিংডং।
এছাড়াও বান্দরবানে কয়েকটি ঝিরি বা পাহাড়ের পানিপ্রবাহ রয়েছে। সেগুলো হলোঃ পাতাং ঝিরি, রুমানা পাড়া ঝিরি, চিংড়ি ঝিরি। এতগুলো স্থান হয়তো একসাথে দেখা সম্ভব হবে না। বান্দরবান শহরের আশেপাশে যেই পর্যটন স্থান গুলো আছে সেগুলোতে ঘুরে আসতে পারেন।
বান্দরবান যাবেন যেভাবে
দেশের যেকোনো প্রান্ত থেকে বাস বা ট্রেনে করে প্রথমে চট্টগ্রাম যাবেন পরে সেখান থেকে বাস দিয়ে বান্দরবান যাবেন। চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে ৩০ মিনিট পর পর বাস ছাড়ে। ২০০ থেকে ৩০০ টাকা জনপ্রতি ভাড়া পড়বে।
আপনারা যারা ঢাকাতে থাকেন তারা আরামবাগ থেকে শ্যামলী, ঈগল, ইউনিক বাস সার্ভিস দিয়ে সরাসরি বান্দরবান যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা হবে।
বান্দরবান কোথায় থাকবেন
থাকা খাওয়া নিয়ে কোন টেনশন নেই। বান্দরবান সদরে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল। যেমনঃ হোটেল গ্রিন হিল, হোটেল হিলবার্ড, হোটেল প্লাজা, হোটেল ফোর স্টার ইত্যাদি। আপনি আপনার সুবিধামতো যেকোনো একটি হোটেল বেছে নিয়ে সেখানে থাকতে পারেন।