চশমা কোন ভাষার শব্দ
চশমা ফারসি ভাষার শব্দ
বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ রয়েছে। যেমনঃ আরবি, ফারসি, পর্তুগিজ, ইংরেজি, উর্দু, ফরাসি ইত্যাদি।
বাংলা ভাষায় যেসব ফারসি শব্দ রয়েছে – নামাজ, রোজা, খোদা, ফেরেশতা, বেহেশত, দোযখ, চশমা, তারিখ, দরবার, কারখানা, তোষক, নালিশ, বাদশা, রশিদ, বেগম, আমদানি, নমুনা, জানোয়ার, শয়তানি, পেরেশান, জিন্দা, দোকান, চশমা ইত্যাদি।