ভূমি অফিসের দৌড়াদৌড়ি না করে মাত্র ৫ মিনিটে অনলাইনে খতিয়ান বের করে ফেলুন। আসুন দেখে নেই কিভাবে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসে খতিয়ান অনুসন্ধান নম্বর বের করতে পারবেন।
খতিয়ান অনুসন্ধান করবেন কিভাবে
- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
- এরপর সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করুন eporcha.gov.bd।
- এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
- সেখানে খতিয়ান লেখা নামক একটি অপশন পাবেন।
- এরপর খতিয়ান অপশনে প্রবেশ করুন।
- নিচে চলে গেলে দেখতে পাবেন বিভাগ, জেলা, খতিয়ান টাইপ নির্বাচন, উপজেলা, মৌজা, খতিয়ান নং,দাগ নং, মালিকানা নাম, পিতা/স্বামীর নাম, ক্যাপচা কোড ইত্যাদি।
- এসবগুলো তথ্য দিয়ে ‘অনুসন্ধান করুন’ অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি আপনাদের খতিয়ান এর তথ্য পেয়ে যাবেন।

এভাবে খুব সহজেই আপনি আপনার খতিয়ানের সকল তথ্য ঘরে বসেই পেয়ে যাবেন।