ইসলামের ইতিহাসের জনক কে
ইসলামের ইতিহাসের জনক আল মাসুদি। আলী মাসুদী ইরাকের বাগদাদে ৮৯৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন একজন অসামান্য ভূগোলবিদ এবং চমৎকার লেখক। ‘কিতাব আল মুরাদ আল ধাহাব’ তার লেখা একটি জনপ্রিয় কিতাব।
ইসলামের ইতিহাস বলতে
ইসলাম ধর্ম শুরুর পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামী সভ্যতার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকে বোঝায়।