উৎপত্তিগত ভাবে উদ্ভিদ দেহে ভিন্ন ও অভিন্ন আকৃতির কোষগুচ্ছ মিলিত হয়ে নির্দিষ্ট কাজ করলে, তাদেরকে একত্রে উদ্ভিদ টিস্যু বা কলা বলে।
উদ্ভিদ টিস্যু দুই প্রকার। যথাঃ ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু।
উদ্ভিদ টিস্যুর কাজ
ভাজক টিস্যু উদ্ভিদের শ্বসনের হার নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বিভিন্ন ক্ষতস্থান পূরণ করে ভাজক টিস্যু। ভাজক টিস্যু ঘাস জাতীয় উদ্ভিদ কে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে।
স্থায়ী টিস্যু উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করে। উদ্ভিদ দেহে খাদ্য ও পানি বহনে সাহায্য করে। এছাড়া স্থায়ী টিস্যু খাদ্য ও পানি সঞ্চয়ে সাহায্য করে।