ভাজক টিস্যু কাকে বলে
যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে। এটি একটি বৈচিত্র্যপূর্ণ টিস্যু।
উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, প্রাইমারি ও সেকেন্ডারি এই তিন ভাগে ভাগ করা হয়েছে ভাজক টিস্যুকে।
আবার অবস্থান অনুসারে শীর্ষস্থ, মধ্যস্থ ও পার্শ্বীয় এই তিন ভাগে ভাগ করা হয়েছে।
বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ মাস, প্লেট ও রিব।
কাজ অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। যথাঃ প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম।
ভাজক টিস্যুর কাজ
ভাজক টিস্যুর কোষগুলো বারবার বিভক্ত হয় যার ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়ে এবং পার্শ্বীয় বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বাড়ে। ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় স্থায়ী টিস্যুর।