যোজক টিস্যু কাকে বলে
প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ বা একই অঙ্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে যোজক টিস্যু। যে টিস্যুতে কোষের সংখ্যা কম থাকে এবং মাতৃকার পরিমাণ একটু বেশি থাকে তাকে যোজক টিস্যু বা কলা বলে।
প্রকৃতির উপর ভিত্তি করে যোজক টিস্যু কে তিন ভাগে ভাগ করা যায়।
যথাঃ
- প্রকৃত যোজক কলা বা টিস্যু
- তরল যোজক কলা বা টিস্যু
- কঙ্কাল যোজক কলা বা টিস্যু
যোজক টিস্যুর কাজ
প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ অথবা একই অঙ্গে বিভিন্ন অংশকে যুক্ত করে যোজক টিস্যু। যোজক টিস্যু দ্বারা সৃষ্ট কঙ্কাল প্রাণীর দেহের আকৃতি প্রদান করে।
শরীরের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পদার্থ পরিবহনে সাহায্য করে কোনো কোনো যোজক টিস্যু বা কলা। মূলত ভ্রুনীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে এই যোজক টিস্যু বা কলা।