প্রাণী টিস্যু কাকে বলে
একই উৎস থেকে সৃষ্ট এবং একই গঠন বিশিষ্ট প্রাণীদেহের দুই বা ততোধিক কোষ একত্রিত হয়ে যখন একই কাজ করে তখন ওই কোষগুচ্ছ কে একত্রে প্রাণিটিস্যু বলে।
প্রাণিটিস্যুর গঠনকারী কোষের সংখ্যা ও বৈশিষ্ট্য ইত্যাদির উপর ভিত্তি করে প্রধানত ৪ প্রকার।
যথাঃ
- আবরণী টিস্যু
- পেশি টিস্যু
- যোজক টিস্যু
- স্নায়ু টিস্যু
প্রাণী টিস্যুর কাজ
কোন নির্দিষ্ট কাজ করার জন্য বহুকোষী প্রাণীর কোষগুলো একত্রিত হয়। একই ভ্রুণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে জীবদেহে কোন নির্দিষ্ট স্থানে অবস্থান করে এক বা একাধিক কোষ।
আর কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর গঠন ও কাজ একই রকমের হয়। যে তত্ত্বে টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে টিস্যু তত্ত বলে।
আবরণী টিস্যু প্রাণী দেহের ভিতরে এবং বাইরে বিভিন্ন অঙ্গকে ঢেকে রাখে। স্নায়ু টিস্যু বিভিন্ন অঙ্গের উদ্দীপনা গ্রহণ করে। যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ একই অঙ্গের বিভিন্ন অংশকে জোড়া দেয়।