ঘর্ষণ বল কাকে বলে
একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে এলে তাদের মধ্যকার ঘর্ষণের ফলে যে বাধাদানকারী বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে।
ঘর্ষণ বলের কারণে আমরা হাটতে পারি, গাড়ি চলাচল করতে পারে এবং আমরা কোন বস্তুকে হাতে ধরে রাখতে পারি।
মনে করো, একটি টেবিলের উপর একটি বই আছে এবং সে বইয়ের ওপর বল প্রয়োগ করলে সেখানে ত্বরণ সৃষ্টি হবে।
- দেখা যাবে বইয়ের সাথে টেবিলের ঘর্ষণের ফলে একটা ঘর্ষণ বল তৈরি হয়েছে।
- সে বইয়ের উপরে যদি আরেকটি বই রাখা হয় তাহলে ঘর্ষণ বল আরো বৃদ্ধি পাবে।