আকসা নামটি মাথায় আসলেই আমাদের সর্বপ্রথম মনে পড়ে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের নাম।
আকসা নামের অর্থ
আকসা একটি সুন্দর ও জনপ্রিয় নাম। আকসা একটি আরবি শব্দ। ইসলামিক পরিভাষায় আকসা নামের অর্থ সবচেয়ে দূরে। আকসা নামের আভিধানিক অর্থ সুদূরতম।
ছেলে মেয়ে উভয়েই আকসা নামটি রাখতে পারে। মেয়েদের আকসা নামের জন্য কিছু টাইটেলের যোগ করে নিতে পারেন।
যেমন:
আকসা হক
আকসা ইসলাম
আকসা রহমান
আকসার চৌধুরি
আকসা আমিন
আকসা বিনতে নুর
আফসাতুল কোবরা ওইশি
আকসা আক্তার