এক বছর পর পর আমরা ঈদের নামাজ আদায় করি। আমরা অনেকে হয়তো এ লম্বা সময় গেপ থাকার কারণে নামাজের নিয়ম ভুলে যাই। আজ আপনাদের জন্য এখন আমরা ঈদুল আজহার নামাজের নিয়ম এবং নামাজ কিভাবে পড়তে হয় তা বলবো।
ঈদুল আজহার নামাজের নিয়ত বাংলায়
সর্বপ্রথম আমাদের নামাজের জন্য নিয়ত করতে হয়। বাংলায় যেভাবে নিয়ত করবেন।
আমি এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে ঈদুল আজহার দুই রাকাআত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সহিত হয়ে আল্লাহর ওয়াস্তে আদায় করছি। এরপর তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধা এবং ছানা পাঠ করা।
ছানা পরার পর ইমাম অতিরিক্ত ৩টি তাকবির দিবেন। এই তিন তাকবিরের সময় আপনার হাত কান পর্যন্ত উঠাবেন।
ইমাম সাহেব যখন প্রথম ও দ্বিতীয় তাকবির দিবে তখন হাত কান পর্যন্ত উঠানোর পর নিচে ছেড়ে দেবেন।
তৃতীয় তাকবিরের সময় কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন।
এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও কিরাআত শেষ করে রুকু ও সিজদা করার মাধ্যমে প্রথম রাকাআত শেষ করবেন।
এরপর ইমাম সাহেব পুনরায় দাঁড়িয়ে যাবেন এবং দ্বিতীয় রাকাআতের কিরাত শেষ করবেন।
এরপর রুকুতে যাবার আগে আবার অতিরিক্ত ৩ তাকবির দেবেন। প্রথম রাকাতের মত হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবির বলে হাত ছেড়ে দেবেন।
এরপর চতুর্থ তাকবির দিলে রুকুতে সোজা চলে যাবেন।
এরপর অবশিষ্ট নামাজ যথারীতি আদায় করে সালাম ফিরাবেন।
এরপর ইমাম সাহেব মিম্বরে ওঠে দুটি খুৎবাহ পাঠ করবেন।
ঈদুল আজহার নামাজের নিয়ত আরবিতে
বাংলা উচ্চারণ :- নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই ছালাতিল ঈদিল আযহা মাআ ছিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।