বাংলাদেশে নার্সিং পেশায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের ব্যাপক চাহিদা রয়েছে। নার্সিং পেশায় যেমন অনেক সম্মান আছে তেমন অনেক সম্ভাবনাও আছে।
নার্সিং পেশায় রয়েছে ভালো বেতন এবং অনেক সুবিধা। নার্স হতে হলে আপনাকে অবশ্যই নার্সিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এর জন্য আপনাকে বিভিন্ন কোর্স করতে হবে। নার্সিং পড়ার খরচ এ তিন ধরনের কোর্স রয়েছে সেগুলো হলো ANM,GNM এবং BSC নার্সিং।
ANM (Auxiliary Nurse Midwifery)
এই কোর্সটি করতে হলে আপনার কাছে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এটি শুধুমাত্র মহিলাদের জন্য। সরকারি-বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে আপনি এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি দুই বছরের জন্য। প্রতিবছর ৩০ থেকে ৬০ হাজার টাকার মতো লাগবে এই কোর্সটি করার জন্য।
GNM (General Nursing and Midwifery)
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান বিষয়ে ৪০% নাম্বারের সাথে পাস করতে হবে এই কোর্সটি নেওয়ার জন্য। পুরুষ মহিলা উভয়েই এ কোর্সটি করতে পারেন।
এটি একটি ডিপ্লোমা কোর্স এর সময়সীমা তিন বছর। এই কোর্সটি যখন আপনি কমপ্লিট করবেন তখন ৬ মাস একটি হাসপাতালে থেকে ইন্টার্নসিপ নিতে হবে ছাত্রদের।
সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে এই কোর্সের খরচ বেশি পড়বে। সরকারি কলেজে ২৫,০০০ থেকে ৩৫,০০০ এবং বেসরকারি কলেজে ৭০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে এই কোর্সটির জন্য।
Bsc (Bachelor of Science)
এটি একটি ডিগ্রী কোর্স। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০% মার্কস থাকতে হবে এ কোর্সে ভর্তি হতে হলে। এর সময়সীমা চার বছর।
সরকারি কলেজ থেকে এই কোর্সটি কমপ্লিট করতে চাইলে আপনার ব্যয় হবে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
প্রতিমাসে সরকারি কলেজ আপনাকে কিছু টাকা ভাতা দিবে। ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হবে বেসরকারি কলেজ থেকে এই কোর্সটি সম্পূর্ণ করতে চাইলে। বেসরকারি কোর্সের খরচ মূলত প্রতিষ্ঠান মানের উপর নির্ভর করে।