বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ কৃষি কাজের সাথে জড়িত।
আসুন জানি কৃষি কাকে বলে?
লাভের উদ্দেশ্যে জমিতে চাষ করার প্রক্রিয়াকে কৃষি বলে। যারা কৃষিকাজ করে তাদেরকে কৃষক বলে।
সাধারণত কৃষকেরা ফসল উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট জমিতে কৃষি কাজ করে থাকে। আবার লাভের উদ্দেশ্যে পশুপাখি পালনও কৃষি কাজের অন্তর্ভুক্ত।
কৃষি কাজ এবং প্রাণী পালন করে আমরা খাদ্য চামড়া, পশম এবং অন্যান্য পণ্য পেয়ে থাকি। আর এই সকল জিনিস পাওয়ার জন্য আমরা যেই কৌশল অবলম্বন করি সে কৌশল কেও কৃষি বলা হয়।