কখন যে বিপদ এসে যায় তা কিন্তু বলা মুশকিল। এজন্য আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত। আগুনকে কখনোই ভরসা করা যায় না।
যদি হঠাৎ করেই আপনার আশেপাশে কোথাও আগুন লেগে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করা উচিত তা হলো ফায়ার সার্ভিসকে খবর দেওয়া। এবং তারপর আপনি এবং আপনার আশেপাশের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করা উচিত।
ফায়ার সার্ভিসের নতুন হট লাইন নাম্বার চালু করা হয়েছে। এর আগে ১১ ডিজিটের একটি ফোন নম্বর ছিল। ওই নাম্বারটি বর্তমানে আছে কিন্তু ১১ ডিজিটের ফোন নাম্বার মনে রাখা কষ্টসাধ্য এবং অনেক সময় আমাদের মোবাইল হাতের কাছে না থাকার কারণে অনেক বিপদে পড়তে হয়।
তাই এবার ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর হিসেবে ১৬১৬৩ নম্বরটি চালু করা হয়েছে যা ৫ডিজিটের।
এটি মনে রাখা খুবই কষ্টসাধ্য নয়। অথবা আপনি চাইলে এই নাম্বারটি ও আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন।
আমাদের দেশের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যক্রম খুবই উন্নত করা হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আপনার হাতের কাছে রয়েছে, যাদের ফোন দিলে তড়িত্গতিতে আপনার দুর্ঘটনাকৃত স্থানে এসে হাজির হয়ে যায়। যেটা আগে প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগত ঠিক ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যেত।