ইন্টারনেট ঘাটলে দেখা যায় অনেকেই আয়মান সাদিকের স্ত্রী সম্পর্কে জানতে চায়। কেন ভাইয়া আয়মান সাদিকের স্ত্রী সম্পর্কে জানার এত আগ্রহ কেন?
বলে রাখা ভালো আয়মান সাদিক বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দের মধ্যে একজন। তিনি মূলত একজন বাংলাদেশী ইন্টারনেট ব্যক্তিত্ব যিনি পাবলিক স্পিকার এবং অনলাইনে শিক্ষক।
আমরা অনেকেই টেন মিনিট স্কুল সম্পর্কে জানি। টেন মিনিট স্কুল আয়মান সাদিক প্রতিষ্ঠা করেছেন। তিনি ২০১৫ সালের টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন যা বাংলাদেশের শিক্ষার প্রসার কে একধাপ এগিয়ে নিয়ে গেছে।
টেন মিনিট স্কুল অনলাইনে বিনামুল্যে শিক্ষার তথ্য এবং সহযোগিতা প্রদান করে। এ পর্যন্ত মোট প্রায় ২০০০ ভিডিও এবং কয়েকটি জনপ্রিয় কোর্স তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে। তবে কোর্সগুলোর এক্সেস পেতে আপনাকে পে করতে হবে।
২০০০ ভিডিওতে প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভর্তি পরীক্ষা এবং অ্যাক্যাডেমিক সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তা ছাড়া বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন করার জন্য ফ্রি ভিডিও রয়েছে।
বলে রাখা ভালো তাদের তৈরি করা কোর্সগুলো খুবই তথ্যবহুল হয়। এবং দামেও অনেক কম। আপনি চাইলেই অনান্য কোর্সের সাথে তুলনা করে দেখতে পারেন। তাদের কোর্স গুলো দেখার জন্য একবার না হয় টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে ভিজিট করবেন।
এতক্ষণ ধরে টেন মিনিট স্কুল সম্পর্কে আপনাদের সাথে একটা ছোটখাটো আলোচনা করলাম। আপনারা নিশ্চয়ই –
আয়মান সাদিকের স্ত্রী সম্পর্কে জানার জন্য এখানে এসেছেন
আসলে মূলত আয়মান সাদিক এখনো বিবাহ করেন নাই। এ পোস্ট করা কালীন সময় পর্যন্ত। তাই তার কোন স্ত্রী নাই। তার পরেও তাকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই।
তবে আইমান সাদিকের কিছু ব্যক্তিগত তথ্য আপনাদের সাথে শেয়ার করি
- আয়মান সাদিকের জন্ম তারিখ
- আয়মান সাদিকের বাসস্থান
- আয়মান সাদিকের জাতীয়তা
- আয়মান সাদিকের শিক্ষা
- আয়মান সাদিকের পেশা
- আয়মান সাদিকের হোম টাউন
- আয়মান সাদিকের পিতা মাতা
- আয়মান সাদিকের ওয়েবসাইট

আয়মান সাদিক সম্পর্কে আরো গভীর তথ্য যা আমরা জানার জন্য মুখিয়ে থাকি
- আয়মান সাদিক কি আসলে ধুমপান করেন কিনা?
- আয়মান সাদিক কি মদপান করেন কিনা?
- আয়মান সাদিকের জন্ম ও কোথায় বড় হয়েছেন?
- আয়মান সাদিকের উচ্চতা।
- আয়মান সাদিকের ওজন।
- আয়মান সাদিকের চুলের রং।
- আয়মান সাদিকের চোখের রং।
- আয়মান সাদিকের শখ কি?
- আয়মান সাদিকের প্রিয় খাবার কি? কোন খাবার তিনি বেশি পছন্দ করেন?
- আয়মান সাদিকের প্রিয়/পছন্দের রং কি?

আয়মান সাদিকের কিছু বই। যা ইতিমধ্যে ভাল সারা পেয়েছে পাঠক সমাজে
- ভাল্লাগে না
- স্টুডেন্ট হ্যাকস
- কখনোই শেখা বন্ধ করবেন না
- ভ্রমন বাংলাদেশ

আয়মান সাদিক এ পূর্যন্ত কি কি পুরষ্কার পেয়েছেন
- গ্লোমো পুরস্কার, বার্সেলোনা
- যুব পুরস্কার ২০১৬
- বিশ্ব মোবাইল প্রসঙ্গে গ্লোমো পুরস্কার
- সামাজিক প্রভাবের জন্য সুইস দূতাবাস পুরস্কার
- ডিভিএফ আইওথ আইকন পুরস্কার
- কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড ২০১৩
- বিসমেট্রোস চ্যাম্পিয়ন
- MWC পুরস্কার
- Brandwitz ’13 চ্যাম্পিয়ন
- ব্র্যাক ম্যানহাটন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড
- ইউনিলিভার ফিউচার লিডারস লিগ ২০১৬

জন্ম থেকে এ পূর্যন্ত তার ধারাবাহিকতা
