২০২২ সালের রমজান মাস শুরু হতে যাচ্ছে ৩ এপ্রিল থেকে।
রমজান মাসের তারিখ হিসেব করে আমরা ২০২২ সালের পবিত্র শবে বরাত কোন মাসের কত তারিখে হবে তা নির্ণয় করতে পারি।
আমরা জানি হিজরি সনের মাসগুলো সাধারণত চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়। তাই হুট করেই আমরা ইংরেজি সনের অথবা বাংলা সনের দিন-তারিখ দেখেই বলে দিতে পারি না যে সঠিক দিনটি কবে।
তার পরেও সবকিছুর দিক বিবেচনা করে যেহেতু রমজান মাসের দিন তারিখ ঠিক করা হয়েছে তাই আমরা কিন্তু রমজান মাসের দিনক্ষণ দেখেই শবে বরাতের দিন নির্ণয় করতে পারি।
শবে বরাত রমজান মাসের পূর্ববর্তী মাস অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাতে পালিত হয়। তাই বলা যায় ১৫ দিন আগে অর্থাৎ হিজরী ক্যালেন্ডারের শাবান মাসের ১৫ তারিখ হতে পারে।
তাই বলা যায় শবে বরাত ২০২২ সালের ১৮ কিংবা ১৯ মার্চ হতে পারে।