বিকাশের মাধ্যমে যখন আপনার লেনদেন করবেন তখন যে ধরনের চার্জ বিকাশ আপনাকে করে থাকে তার মধ্যে সেন্ড মানি করার একটি নির্দিষ্ট পরিমান চার্জ রয়েছে।
আরেকটি পোস্টে বিকাশের সকল চার্জ সম্পর্কে জানুন।
আপনি যদি আপনার কোন বন্ধুকে বা যে কাউকেই ১০০০ টাকা পরিমাণে সেন্ড মানি করেন তাহলে আপনার কাছ থেকে বিকাশ চার্জ হিসেবে ৫ টাকা কেটে নিবে। সেন্ড মানি করার অর্থ হলো আপনি কাউকে ১০০০ টাকা পাঠালেন।
যাকে ১০০০ টাকা পাঠালেন সে যদি বিকাশ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করে তাহলে কিন্তু তাকে অবশ্যই ক্যাশ আউট করার চার্জ দিয়েই ১০০০ টাকা তুলতে হবে। যদি আপনি সরাসরি ১০০০ টাকা থাকে পাঠান তাহলে সে কিন্তু তার হাতে ১০০০ টাকা পাবে না। ১০০০ টাকা ক্যাশ আউট করতে উনার খরচ হবে ১৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সে কিন্তু ৯৮১ টাকা তার হাতে পাবে।
আশা করি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন।