আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে ফোটে এমন কিছু ফুলের নাম।
ফেব্রুয়ারি মাসে ফুলের বাণিজ্য নামে একটি কথা প্রচলিত রয়েছে। ফেব্রুয়ারি মাসে এতগুলো দিবস যে এই দিবসগুলো পালন করতে ফুল প্রয়োজন হয়। আর এজন্যই হয়তো এ মাসে সবচেয়ে বেশি ফুলের প্রয়োজন হয়।
ফেব্রুয়ারি মাসে বসন্তবরণ থেকে শুরু করে সরস্বতী পূজা উদযাপন তাছাড়া ১৪ ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে এবং একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস গুলোতে ফুলের প্রয়োজন হয়।
তাই আমাদের হয়তো ফেব্রুয়ারি মাসে কি কি ফুল ফোটে তা জানা মোটামুটি জরুরী। মানে জেনে রাখলে ক্ষতি কি।
সারা বছরই কোনো না কোনো ফুল উৎপাদন হয়ে থাকে। তবে মৌসুমি ফুলের একটি সময় থাকলে সময়টা হল নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এ মৌসুমী মাসগুলোতে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, জিপসি, গ্লাডিওলাস, রডস্টিক, চন্দ্রমল্লিকা, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া উৎপন্ন হয়ে থাকে।
এসব ফুলগুলো প্রায় সারা দেশেই কমবেশি চাষ করা হয়। এবং সবচেয়ে বেশি ফল উৎপন্ন হয় মূলত যশোরের যারা বাণিজ্যিকভাবে ফুলগুলো উৎপন্ন করে বিক্রি করার জন্য।