সামনেই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকাদের জন্য ১৪ ই ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটিতে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা সাজায় যেন জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকে নিজেদের ভালোবাসার মধ্যে।
২০২০ সালে ভ্যালেন্টাইনস দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ ২০২০ সালের ভালোবাসা দিবস ছিল শুক্রবার। যদিও এবারের ভালোবাসা দিবস সোমবার তার পরেও প্রেমিক-প্রেমিকাদের জন্য ভালোবাসার দিক দিয়ে কোন দিন কিন্তু আটকে থাকতে পারে না।
ভালোবাসা দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ধরণের প্ল্যান পরিকল্পনা কিন্তু করা হয়ে থাকে। কিন্তু প্রেমিক অথবা প্রেমিকাকে ভালোবাসা দিবসের আগেই শুভেচ্ছা জানানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি বিভিন্নভাবে শুভেচ্ছা জানাতে পারেন। তার মধ্যে একটি মাধ্যম হলো ভালোবাসা দিবসের কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানানো যেতে পারে।
আকারে-ইঙ্গিতে বিভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য এই সকল কবিতা গুলো খুবই গুরুত্বপূর্ণ ভাব বহন করে। তাছাড়া আপনার মনের কথাগুলো কিন্তু কবিতার মাধ্যমে অনেকটাই ফুটে ওঠে। যদিও মনের কথাগুলো অনেক সময় সরাসরি বাস্তবে বলা হয়ে ওঠেনা কিন্তু ভালোবাসা দিবসের আগে যদি আপনি কবিতার মাধ্যমে তাকে মনের কথাগুলো জানিয়ে শুভেচ্ছা জানাতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম।
তাছাড়া এবারের ভালোবাসা দিবসটি কিভাবে স্মরণীয় করে রাখা যায় তার একটি ছক কবিতার মাধ্যমে জানিয়ে দেয়া যেতে পারে।
বিডি পপুলার ভালোবাসা দিবসের কবিতা নিয়ে বিশাল একটি সংগ্রহ সাজিয়েছে। যদিও এসকল কবিতাগুলো আমাদের নিজেদের কোন কবিতা না। এই কবিতা গুলোর স্বত্বাধিকার কখনোই আমরা না। ইন্টারনেট ঘাটাঘাটি করে আপনাদের জন্য বাছাই করে এই কবিতার সংগ্রহশালা নিয়ে আসা হয়েছে।
ভালোবাসা দিবসের কবিতা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে উক্ত কবিতাটি কপি করে আপনার মনের মানুষকে পাঠিয়ে দিতে পারেন। তাছাড়া যদি আপনার নিজের কাছে বানানো কোন কবিতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ নতুন কবিতা এবং নতুন অভিজ্ঞতা ভালোবাসার বন্ধন কে আরও দৃঢ় করে।
ভালোবাসা দিবসের কবিতা
আসলে Valentine’s Day বলে
কিছু হয় না,
সঠিক মানুষের সাথে থাকলে
জীবনের প্রতিটি দিনই
ভালোবাসার দিন
কথা দিলাম তোমারই ছিলাম
তোমারই আছি আর
তোমারই থাকবো
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম,
হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়
আজ ভালোবাসি তোমায় ..।
ভালো একবার যখন বেসেছি
ছাড়বো না আর হাল ,
আমি তোমার পাশেই আছি
থাকবো চিরকাল.
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে।
ভালোবাসা মানে এক মুঠো রোদে
বসন্তের ঐ হাওয়া
ভালোবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালোবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালোবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি।
মনের মাঝে জড়িয়ে আছো
ভুলবো কেমন করে,
মুখটা তোমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতো ভুলে,
তোমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
আকাশ হয়ে তারা ফোটাবো
যামিনী হয়ে চাঁদ ওঠাবো
হাওয়া হয়ে ফুল ঝরাবো
সবুজ হয়ে চোখ জুরাবো
অবুঝ হয়ে মন ভরাবো
কুসুম হয়ে রঙ ছড়াবো
পথিক হয়ে পথ দেখাবাো
প্রেম হয়ে মন ভোলাবো
মিষ্টি চাঁদের মিষ্টি আলো
বাসি তোমায় অনেক ভালো,
মিটি মিটি তারার মেলা
দেখবো তোমায় সারাবেলা,
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।
সাথি তুমি আমার ওগো
আমি সুধুই তোমার
তোমায় ভালোবাসি আমি
বোলবো বারংবার
I Love You
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত|
জীবন হল বাঁচার জন্য।
মন হল দেবার জন্য।
ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য।
বন্ধুত্ব হলো জীবন কে সুন্দর করার জন্য।
আজকে তুমি রাগ করছো দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে
আমি প্রেম কি জানিনা আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে
কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে|
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া
চোখে আছে কাজল কানে আছে দুল
ঠোট যেন রক্তে রাঙা ফুল
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
একদিন কেন বিশ্ব ভালবাসা দিবস,
প্রতিদিন কেন নয় ??
এই তো আমার সংস্কৃতি নয়, তবু!
অন্যের সংস্কৃতি কেন আমি করি ধারণ
মৌলবাদী হয়ে কি যাব? যদি করি বারণ।
যে সকল নর-নারী, কোন মোহে ছাড়ে ঘর
আপনারে ভুলে, ইজ্জ্বত-সম্ভ্রম কর পর।
এই কোন পথে তুমি পা বাড়াও,
ভুল সংস্কৃতির দলে ঈমান হারাও।
ভালবাস মা-বাপ, ভাই-বোন, আত্মীয়-স্বজন,
দাদা-দাদী,নানা-নানীকে ভালবাসবে করো পণ।
ভালবাসবে! বাস দেশ মাটি মা, মানুষকে
গরীব দুঃখি দুঃস্থ এতিম অভাবী আছে যে।
ভালবাস প্রকৃতি নদী সাগর বাংলার মাঠ
সাজাও দেশ জাতী, ভাল শিক্ষার নাও পাঠ।
যা করছ তুমি গিয়ে আধুনিকতার মিছিলে
তা নয় তোমার ভুলে কেন যাও বার বার
কি দেবে জবাব রব তোমায় জিজ্ঞাসিলে।
তুমি মুসলমান,বাঙালী,কেন হারাও আপনার মান
খুঁজে দেখ তোমার উজ্জ্বল ইতিহাস
কোথাও নোয়ায়নি শির, এই সে মহান বীর।
কেন হও অন্যের অধীন, তুমি আজ স্বাধীন
ভুলে যাবেনা পরিচয়, কেন হবে পরাধীন?
শুভেচ্ছা রইল তোমায় ভেলেন্টাইনের দিনে,
হাজারো বছরের প্রেম ও ভালোবাসার টানে।
আমি রাত জেগে বসে থাকি বাতায়ন খুলে,
ক্ষণে ক্ষণে চেয়ে দেখি ঐ আকাশের নীলে।
প্রতিক্ষাতে না খুলে যেন রাতির শেকল বাঁধন,
চেয়ে চেয়ে উঠে বসে করি কত যে উচাটন।
পরিশেষে ধীরে ধীরে খুলে শেকল লোহার,
কোকিলের কন্ঠে জাগে আলোর জোয়ার।
আমি বেছে তুলে নেই লাল গোলাপের ফুল,
তোমাকে সম্বোধিতে না করি যেন কোন ভুল।
জাগো প্রিয়ে! তুমি জাগো এই বসন্তেরই ডাকে,
তোমাকে খুজি ঐ আবির মাখা রশ্মীর ফাকে।
আস প্রিয়ে দ্রুত লয়ে ঐ সরু গলিটির মুখে,
জরিয়ে নেব তোমায় বসন্তের এই উষ্ণ বুকে।
লেখিব আজ আমারা চির নতুনের জয় গান,
না রাখিও প্রেমে তুমি কোন মান অভিমান।
সত্যি করে বলোতো সখি ভালোবাসা দিবস কোনটা?
দূর বোকা তাও জানোরা ফেব্রুয়ারির চৌদ্দ; তারিখটা।
জানিরে জানি সবি জানি শুধু পারি না বলতে,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশটা বছর হেঁটে চলেছি বলেনি তো কেউ ভুলেও,
দাড়াও পথিক একটু বোসো কথা আছে শুনে যেও-
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি আসলে মনের অরণ্যে গজায় সবুজ পাতা,
পাখিরা সব গেয়ে শোনায় বসন্তেরই বার্তা।
ফুলের কানে ভ্রমর বলে আসছি আমি উড়ে-
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসতে শুধু তোরে।
কেউ বলেনি এমন করে ভালোবাসার কথা,
তাইতো আমি ভুলতেছিলাম ভ্যালেন্টাইন’স ডে’টা।
দুর থেকে ঐ মা-মানি আজ ফোনে শুধায় খোকা-
কেমন আছিস সোনা আমার ভালো আছিস কি না?
ভ্যালেন্টাইন’স ডে আজ মাগো আসছি আমি ছুটে-
ভালোবাসি বলে তোমার দুঃখ যাবে টুটে।
মা বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা
ভালোবাসি বলতে কোন সময় লাগে না,
ভালো যারা বাসতে জানে আল্লাহর সেরা সৃষ্টি
দীন-দরিদ্র দুখী, পাপী সবাইকে ভালো বাসবি।
ভালোবেসে জয় করা যায় পৃথিবীর মহাকাল-
ধন্যবাদ চৌদ্দ ফেব্রুয়ারি যে দিয়েছে ভালোবাসার বোল।
আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো,
আমি অশ্রু হব যদি তুমি কাঁদো,
আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ ।
আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য ।
ভালোবাসা মানে তুমি কতবার
তোমাকে ভালোবাসি বলতে পারো তা নয়
ভালোবাসা হলো তুমি কতবার
তোমাকি ভালোবাসি কথাটি প্রমান করতে পারো সেটা
ভালবাসা দিবসে তোমাকে লাল, গোলাপি, হলুদ রঙ মাখিয়ে বসন্তের সৌরভে
গোধূলি বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না, আমার সঙ্গে একটু সঙ্গ দিবে না, তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।
বসন্তের রুপোলী শাড়ী পরে, কপালে লাল টিপ দিয়ে, আলুথালু চুলে বসন্তের পরী হয়ে
ভালবাসা দিবসে আমাকে আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রুপে এই দিনে, ভালবাসার আগুনে ঝাঁপ দিই।
ফাগুনের গাছে গাছে দেখো কত নতুন কুঁড়ি রা এসেছে, কত ফুলে ফুলে ভ্রমরা তাদের প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না একগুচ্ছ লাল গোলাপে প্রেম ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।
শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে দেয় না, আসা করি তুমিও দেবে না আমার প্রেম ফিরিয়ে।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।
সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি ।
একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল ,
ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস ,
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস ,
জান আমার জান, তুমি আমার প্রানের মাঝে প্রান ।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় ।
ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।
টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।
তুমি যদি বাতাস হও
আমি হবো ধুলিকনা
তোমার সাথে তাল মিলিয়ে
উড়ব আমি একটানা।
তুমি যদি জল হও
আমি হবো ঢেউ
ভালোবাসার গোপন গাথা
তুমি ছাড়া জানবেনা কেউ।
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ-তরুণীর দল,
সবার হাতে আজ গোলাপ ফুল।
বয়ে যাচ্ছে তাদের মনে ভালবাসার
জোয়ার,
আজ খোলা সত্যিই খোলা আবেগের
দোয়ার।
বিবেকহীন আবেগে দ্রুত বেগে
হচ্ছে ভালবাসার বহিঃপ্রকাশ,
চোখের কালো চশমায় দেখে না
আশপাশ।
আজ নাকি সুপ্ত মনেও ভালাবাসার বাস।
ভালবাসায় কেউ দগ্ধ, কেউ মুগ্ধ
কেউ একদমই অন্ধ,
ভালবাসা কি আবেগ নাকি ত্যাগ,
নাকি বহো দিনের চাওয়া ফুলের গন্ধ।
তোমরা কি জান ভ্যালেন্টাইন কে?
কেন আজ এত সব,
কেন আজ তরুণ-তরুণীদের মনে বিবেকহীন
উৎসব?
উৎসর্গ করেছিল প্রাণ, রেখেছিল
ভালবাসার মান।
সেই ভ্যালেন্টাইন যাকে নিয়ে এত
গান।
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ-তরুণীর ঢল,
কিন্তু কেউ মুছে দেয়নি দুখিনীর
চোখের জল।
কিন্তু কেউ আসে নি তাদের পাশে,
কেউতো দেয়নি স্বান্তনা একটু
ভালবেসে।
ফুল পাওয়ার আশায় পেল ফুলের কাটা,
আজ সত্যিই ঘৃণা করে তারা ভালবাসার
কথাটা।
লাঞ্চিত নিপীরিত, দুঃখে জর্জরিত
মানুষের পক্ষ থেকে আমি অধম,
তবুও আজ ভালবাসা দিবস তোমাকে
জানায় স্বাগতম।।।।
মুহম্মদ কবীর সরকার (Mahdi Kaabir)
যদি নিতে চাও, দিতে পারি সুরেলা বাঁশি
গয়না নাওয়ের ছইয়ে বসে ঢুলু ঢুলু মন
বালিহাঁস শটিবন পলি ভরা চর
কুলু কুলু ধ্বনি, পাড় ঘেঁষে সারি সারি গাঁও
ঘরবাড়ি গেরস্থালি উঠোন জুড়ে হাঁসের ছানার ছুটোছুটি
মন যদি আকাশ হতো,
তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া ,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
ভালোবাসা মানে,,,রাস্তায় হাটতে হাটতে
তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন ।
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।
তুমি সেই কবিতা !
যা প্রতিদিন ভাবি….
লেখতে পারিনা ।
তুমি সেই ছবি !
যা কল্পনা করি….
আঁকতে পারি না ।
তুমি সেই ভালোবাসা !
যা প্রতিদিন চাই….
কিন্তূ তা কখনোই পাই না ।
তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে,
দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার,
উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ,
আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ,
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো ,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো ,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।
কিছুক্ষন থেকে যাও
যেও না এখনি
তোমাকে দু’চোখ ভোরে
দেখার আরো যে বাকি..
আমি যদি বৃষ্টি হতাম
ছুঁতাম তোমার অন্তরকে ,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে।
কষ্ট আর পারতো নাকো
অকারণে কষ্ট দিতে।
জানি না আজকি এমন হলো ,
হৃদয় বলল বলেই ফেলো,
কত ভালবাসি তোমায় .. !!
I Love You
আমি ছিলাম, আমি আছি,
আমি থাকবো,
শুধু তোমার জন্য
I Love You
ভালোবাসার বন্ধন
তোমার আমার মাঝে,
দুখে সুখে বর্ষা বসন্তে
গ্রীষ্মের প্রখর দিনে ,
শীতের অলস দুপুরে
বারো মাসে তেরো পার্বনে
পাশে আছি পাশে থাকবো
চিরবন্ধু হয়ে।
ভালবাসা তোমাকে খালি ছেড়ে দিতে পারে,
প্রেম তোমাকে পুরো করতে পারে।
ভালবাসা তোমাকে তৈরি করতে পারে বা ভেঙে দিতে পারে,
ভালবাসা তোমার আত্মা হয়।
ভালবাসা তোমার অন্তরে আছে,
ভালোবাসা তোমার মনে।
প্রেম বৈষম্য করে না,
প্রেম সর্বদা অন্ধ থাকে।
প্রেম সর্বজনীন,
এটি বিশ্বকে ঘিরে রেখেছে।
তুমি যেখানেই থাকুন না কেন,
ভালবাসার একটি নিজস্ব ভাষা আছে।
তোমার চারপাশে প্রেম।
বাঁচার জন্য প্রচুর ভালবাসা আছে।
তুমি এটি দেখতে বা স্পর্শ করতে পারবেন না,
তবে ভালোবাসা সর্বত্র।
ভালবাসা সর্বশক্তিমান,
এবং এখনও এটি খুব ছোট।
ভালবাসা ঈশ্বরের একটি উপহার
আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়া
তুমি যদি আমার গোলাপ হয়ে থাকেন তবে আমি তোমার সূর্য হয়ে থাকতাম
বৃষ্টি এলে তোমাকে রংধনু
আমি আমার কক্ষপথটি রাতকে নিষিদ্ধ করার জন্য পরিবর্তন করতাম,
তোমাকে আমার লালন আলোতে রাখতে
যদি তুমি আমার পৃথিবী হত তবে আমি তোমার চাঁদ হয়ে যেতাম
তোমার নীরব রক্ষক, একটি অন্ধকারের আলো
আমাদের মর্যাদাগুলি জড়িত, দুটি দেহ গতিতে
সময় এবং স্থান মাধ্যমে, আমাদের ভক্তি নাচ।
তুমি যদি আমার দ্বীপ হয়ে থাকেন তবে আমি তোমার সমুদ্র হতে
তোমার তীরে দুষ্টু হয়ে, আমি নরম ও মৃদু থাকি।
আমার উত্তাল আলিঙ্গন তোমার বালির উপর উপহার রাখবে,
তবে বর্তমান এবং ঝড়ের সাহায্যে আমি তোমার সৌম্য জমিগুলি ওয়ার্ড করব।
তুমি যদি ভালবাসার আশা ছিল, তাহলে আমি সময় হবে,
তারার সারিবদ্ধ হওয়া অবধি তোমার অবিরাম সঙ্গী।
এবং যদিও আমরা নিছক মানুষ, সত্য প্রেম ঐশ্বরিক,
এবং আমার ভক্তি চিরদিনের জন্য, আমার এক ভ্যালেন্টাইনে।
খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি ।
তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না
ঠিক তেমনই করে সে আমার ভালোবাসা বুঝে না ।
আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
রাজার আছে অনেক ধন ।
আমার আছে একটি মন ।
পাখির আছে ছোট্র বাসা .
আমার মনে একটি আশা তোমায় ভালোবাসা ।
একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
বাবুইয়ের বাসা ভরা গান দিতে পারি; নিতে যদি চাও
লাল শাড়ি নীল পেড়ে রূপোর নূপুর রিনিঝিনি চুড়ি
আলতা রাঙানো পথ করে দিতে পারি; নিতে যদি চাও
যদি নিতে চাও দিতে পারি দুহাতে যুগল পায়রা
উড়াতেও পারো, মেঘ কেটে নীল নীল সুনীল আকাশে
একটু দাড়াবে কি?
……..আলফাত্তাহ ফাহাদ
একটু দাড়াবে কি ?
সুখের পরশমাখা এক ঘটি জল নিয়ে,
কোন মোহ ছাড়াই একখানি বিমুগ্ধ প্রতিদানের আশায় ,
আমার জন্য, শুধুই আমার জন্য থাকবে অপেক্ষায়,
করবে কি রাত্রি যাপন নির্ঘুম ঐ দু’চোখে,
জোস্না রাতে নুপুরের ঝড়-তোলা সুরে কি ডাকবে তুমি আমায় ?
একটু দাড়াবে কি?
একখানি স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে নিয়ে,
অবাক চোখে চেয়ে থাকা স্বপ্নবাজের কাছে,
দেবে কি কিছু স্বপ্ন উপহার আমায় ?
স্বপ্নের মায়ায় যতনে জড়িয়ে রেখে,
স্বপ্নচূড়ার স্বপ্নকে খুজে নেবে আমার মাঝে …
একটু দাড়াবে কি ?
ধরবে কি হাত আমার ,
দেবে কি তোমার ভেঁজা অধরের মিষ্টি হাসি ,
কিছু কথা কি কইবে সখী মোর সনে,
কবিতার ছন্দ মার খাবে যে কথায়,
গাইবে কি একখানি গান আমায় নিয়ে?
হোক না বেসুরো অযথাই …
একটু দাড়াবে কি?
শুনবে কি আমার মনের ব্যথা ,
নিভিয়ে দেবে জ্বালাময় তপ্ত অগ্নিশিখা ?
ভালবাসার বর্ষণের ঢলে ভিজবে মোর সাথে,
দেখবে কি নগ্ন পায়ে শিশিরভেজা ঘাসের মিলন,
আর, মুছে দেবে নীল রঙ্গা দু:খটাকে ?
একটু দাড়াবে কি?
দাড়াও না একটু ,
শোনই না আমার কথা ,
বাসো না একটু ভাল অযথাই,
ছড়িয়ে দাও ভালবাসার রংধনু আকাশের ঐ নীলিমায়।
ঘর ছেড়েছে সন্তান তোমার,রেখেছ কি খবর?
দেবে কি জবাব মরণের পর,আল্লাহ্র বরাবর।
আজ চৌদ্দ ফ্রেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস!
কোন মোহে কাটে তোমার রজনী-দিবস।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়, পড় তাহাজ্জুত
হারিয়েছে মেয়ে তোমার মান সম্ভ্রম-ইজ্জত।
নিজেকে মুসলিম বলে সদা করো গর্ব,
রয়েছে কি বাকী আর, হয়েছে সব খর্ব।
বেহায়াপনায় হারাচ্ছ তুমি ধর্ম-ঈমান
সঠিক পথ ভুলে হারাচ্ছ মান-সম্মান।
এসো শান্তির পথে শক্ত করে ধর ইসলাম
চারিদিকে ছড়িয়ে যাবে তোমার সুনাম।
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি।
দু’হাত বাড়ালাম আমি তোমার তরে,
তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
মন নেই ভালো, জানিনা কি হলো।
পাসে নেই তুমি, কি করি আমি।
পাখী যদি হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে।
তুমি কি যাবে আমার সাথে?
ভালোবাসা হল প্রজাপতির মত।
যদি শক্ত করে ধর মরে যাবে!
যদি হালকা করে ধর উড়ে যাবে
আর যদি যত্ন করে ধর কাছে রবে…
প্রেম বর্ণনা করা যায় না।
এর কোন আকার নেই, এর কোনও রূপ নেই।
ভালবাসা কোনও বিষয় নয়।
প্রেমের সাথে সঙ্গতি হয় না।
প্রেম আমাদের জীবনে প্রবেশ করে
আমাদের জন্মের মুহুর্তটি।
দোলনা থেকে কবর পর্যন্ত,
সবার মাঝে ভালবাসা আছে।
ভালোবাসা জ্বলছে মোমবাতির মতো
যে কখনও কখনও মিটমিট করে কিন্তু কখনও মারা যায় না।
প্রেম অদৃশ্য হতে পারে,
যদিও এটি তোমার চোখের সামনে ঠিক আছে,
আমি তোমাকে চাই
কল্পনাতে নয় ,বাস্তবে
আমি তোমাকে চাই
ছলনাতে নয়, ভালোবাসায়
আমি তোমাকে চাই
তোমার মতো করে নয়,
আমার মতো করে.
দিনের সূচনায় রাতের জোছনায়
ছায়া হয়ে থাকবো পাশে,
তোমার ভাবনায় মনের আঙিনায়
স্বপ্নেরা বাঁশা বাঁধে।
যদি নিতে চাও দিতে পারি বুক ভরা ভালোবাসা নদী
দিতে পারি চরাচর, পরিপাটি সবুজের সম্ভার
তরু বীথিকা স্বচ্ছ হীরক নিটোল দিঘির জল
যদি নিতে চাও দিতে পারি খোপায় গুঁজে
কামিনী গোলাপ বেলী জুঁই চামেলী
বকুলের মালা গলায় জড়িয়ে দিতে পারি; নিতে যদি চাও