কিছুদিন আগে মাইক্রোসফট উইন্ডোজ ১১ রিলিজ দিয়েছে। এখনকার নতুন প্রায় সকল ল্যাপটপ অথবা ডেস্কটপ এ উইন্ডোজ ১১ দিয়ে দেয়া হয়। উইন্ডোজ ১০ এরপর উইন্ডোজ ১১ সর্বশেষ ভার্সন। এবং এই ভার্সনটি আমার কাছে সবচেয়ে রিলায়েবল মনে হয়েছে।
আমি নিজেও উইন্ডোজ ১১ আমার পিসিতে ব্যবহার করতেছি। যারা ওয়েবসাইটের কাজ করেন অথবা ওয়েব রিলেটেড কাজের সাথে জড়িত তাদের ক্ষেত্রে উইন্ডোজ ১১ তেমন কোন সমস্যার সম্মুখীন হবে না। অনেকেই উইন্ডোজ ১০ এর পর উইন্ডোজ ১১ ডেভলপার ভার্শন ইনস্টল করে নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তদুপরি তারা মনে করতেছেন যে উইন্ডোজে করতে অনেক সমস্যা এবং বাগ বিদ্যমান রয়েছে।
কিন্তু আপনি মাইক্রোসফ্ট অফিসিয়াল পেজ থেকে যদি উইন্ডোজ ১১ লেটেস্ট ভার্সন ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল দেন তাহলে মনে হয় না এ ধরনের বাগ গুলো আর খুঁজে পাওয়া যাবে।
কিন্তু একটি ব্যাপার সব সময় মাথায় রাখবেন যে আপনি আপনার পিসি এর উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে কখনোই আপডেট অফ করে রাখবেন না। যখনই আপনি আপনার অপারেটিং সিস্টেমের আপডেট অফ করে রাখবেন তখনই মূলত ঝামেলাটা শুরু হয়। যেহেতু নতুন নতুন আপডেট সিস্টেমের সমস্যাগুলোকে ফিক্স করা হয় তাই আপডেট অফ করে রাখলে আপনি হয়তো সমস্যাগুলোকে আর ফিক্স করলেন না। এতে দেখা যায় হ্যাকারদের নজর আপনি এড়িয়ে থাকতে পারলেন না।
অনেকেই মনে করেন আপডেট দিলে কম্পিউটারের অনেক সময়ে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকে। আবার অনেক ইন্টারনেট খরচ হয় আপডেট দেয়ার মাধ্যমে।
যদিও আপনার ইন্টারনেট খরচ হয় কিন্তু তদুপরি আপনি তো সেফ থাকলেন। আপডেট দেয়ার ক্ষেত্রে তেমন কোনো ইন্টারনেটের খরচ হয় না। এটিই সর্বোচ্চ এক থেকে দুই জিবির মধ্যে হয়ে থাকে। প্রথম অবস্থায়। কিন্তু পরবর্তীতে যে ছোট ছোট আপডেটগুলো হয় ওগুলোর পরিমাণ বেশি নয় এবং ডাটা খরচ কেমন হয়না।
উইন্ডোজ ১১ আপডেট করার নিয়ম
যারা লেটেস্ট উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ ১১ ব্যবহার করতেছেন তারা আপডেট কিভাবে করবেন?
উইন্ডোজ ১১ আপডেট অপশন টি অটোমেটিকলি এনাবল করা থাকে। আপনার এক্ষেত্রে কিছুই করা লাগে না তার পরেও আপনাকে নিশ্চিত হতে হবে যেন আপনার উইন্ডোজ ১১ টি যেন সঠিক ভাবে আপডেট কার্যক্রম চালিয়ে যেতে পারে।
আর এজন্য আপনাকে সেটিংস এ প্রবেশ করতে হবে।

সেটিংস এ প্রবেশ করার পর একেবারে নিচের সাইটে বামদিকে আপনি দেখতে পাবেন উইন্ডোজ আপডেট নামক একটি অপশন।

এই অপশনে ক্লিক করুন।
এখান থেকে চেক ফর আপডেট এ ক্লিক করার মাধ্যমে আপনি উইন্ডোজ ১১ আপডেট নিশ্চিত করতে পারেন। অথবা দেখবেন উইন্ডোজ ইতিমধ্যে কোন আপডেট নিশ্চিত করা হয়েছে। আপনি ওই আপডেট দিতে ডাউনলোড এন্ড ইন্সটল ক্লিক করার মাধ্যমে নিশ্চিত করতে পারেন।