আমাদের প্রত্যেকের দৈনন্দিন কাজকর্মগুলো করার জন্য আগে থেকে একটি পরিকল্পনা থাকা দরকার। যদি ঘুম থেকে উঠার পর আপনার প্রতিদিনকার কর্মপরিকল্পনা গুলো ঠিক করে রাখতে পারেন, তাহলে আপনি সঠিক সময়ে আপনার কাজটি করার জন্য অনেক দূর এগিয়ে যাবেন।
আমি আজকে আপনাদের জন্য যেই রুটিনটি নিয়ে আসলাম এ ধরনের একটি রুটিন আপনাকে দৈনিক মোট ১২ ঘণ্টার একটি কাজ করার সময় বেধে রাখা যাবে। তাছাড়া আপনার দিনটি আজকে কোন কাজের জন্য সেরা হয়ে থাকবে এই টিপসটি ও আপনার জন্য কাজে লাগবে।
এখানে মোট ১২ ঘণ্টার একটি কর্মপরিকল্পনা টেবিল তৈরি করা হয়েছে যেখানে আপনি আপনার নিজের মত করে প্রতিটি ঘন্টা সেভ করে রাখতে পারবেন। যেন ওই ঘন্টায় ওই কাজটি আপনার জন্য সুবিধা হয়। কারণ অনেক সময় বিভিন্ন ধরনের কাজ অথবা দায়িত্ব এসে পড়ে যা আর সময় মতো করা হয়ে ওঠে না। আর এ জন্যই আপনি একটি কাজের পর অন্য কি কাজটি করবেন তা যেন পরক্ষনেই লিখে ফেলতে পারেন এবং করে ফেলতে পারেন।
এজন্যই রুটিন টিকে এমনভাবে সাজানো হয়েছে যেন একটি কাজের পর অপর কাজটি কি হবে তা লিখে ফেলা যায়। অথবা আপনি চাইলে সকালবেলা অথবা দিনের শুরুতে আপনি পুরো দিনের কর্ম পরিকল্পনাটি সাজিয়ে ফেলতে পারেন।
অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটি কর্ম পরিকল্পনা তৈরি করলেন কিন্তু ওই পরিকল্পনার বাইরে অন্য একটি কাজ অথবা দায়িত্ব আপনার জন্য হাজির হয়ে গেল। তখন কিন্তু আর আপনার সেট করা কর্মপরিকল্পনা টি আর করা হয়ে ওঠে না। তাই আপনি ঘন্টা বাই ঘন্টা আপনার কাজের তালিকা করতে পারবেন এই রুটিন টির মাধ্যমে।
তাছাড়া একেবারে নিচে আমাদের মূল যে কাজগুলো শারীরিক সুস্থতা এবং প্রার্থনা করার জন্য একটি টেবিল এর মাধ্যমে মূল কাজ গুলো কে সাজিয়ে রাখা হয়েছে যেন এই কাজগুলো আপনার প্রতিদিন নজরে পড়ে করে ফেলার জন্য।
রুটিনটি আপনাদের অরিজিনাল ডকুমেন্ট ফাইলটি ডাউনলোড করার সুযোগ দিয়ে দেয়া হবে। আপনারা প্রিন্ট করে অথবা আপনাদের নিজেদের মতো করে এডিট করে নিতে পারবেন।
