বন্ধুদের সাথে আনন্দ মনে চুইংগাম খাওয়া চলতেছে কিন্তু হঠাৎ করে কথার কোন এক ফাঁকে আপনি চুইংগাম গিলে ফেললেন। এখন তো মহা টেনশনে পড়ে গেছেন যে কি হবে যে আপনি একটি হজম অযোগ্য খাবার গিলে ফেললেন।
চুইংগাম গিলে ফেললে আপনার পরবর্তী পদক্ষেপ বা করণীয় কী হতে পারে তা নিয়ে আজকের এই পোস্ট।
হঠাৎ করে চুইংগাম গিলে ফেললে চিন্তার কোন কারণ নেই। আমাদের অনেকের মনেই কুসংস্কার থাকে যে একবার চুইংগাম গিলে ফেললে তা আমাদের পেটে প্রায় 7 বছর পর্যন্ত থেকে যায়। এসকল কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আবার অনেকেই ধারণা করেন যে তেতুলের বীজ যদি কখনো কেউ খেয়ে ফেলে তাহলে তার পেটে তেঁতুল গাছ হবে। এটা কেমন ধরনের কথা হয় পেটে আবার কিভাবে তেঁতুল গাছ হয়।
এগুলো সব অবৈজ্ঞানিক কথা যা আগের দিনের মানুষ বিশ্বাস করত। কিন্তু এখন প্রত্যেকটি বিষয়ে আমাদের জ্ঞানের ভিতরে রয়েছে। যা আপনি চাইলেই বই অথবা ইন্টারনেট ঘাটাঘাটি করে জেনে ফেলতে পারেন।
যদি কখনো দুর্ঘটনাক্রমে আপনি চুইংগাম খেয়ে ফেলেন আপনার পেটে চলে যায় তাহলে কখনো আতঙ্কিত হবেন না। কারণ এটি সাধারণ খাবার এর মত হজম হবে কিন্তু সময় একটু বেশি লাগে আরকি। সাধারণ খাবার যেমন আমাদের পেটে খুব কয়েক ঘণ্টার মধ্যে হজম হয়ে যায় কিন্তু চুইংগাম হজম হতে প্রায় দুই থেকে তিন দিন বা কখনো সপ্তাহখানেক লেগে যেতে পারে। কারণ আমাদের পেটের পাচনতন্ত্র সবার এক রকম হয় না। তাই এই সময়ের পার্থক্য।
আবার এটা ঠিক যে চুইংগামের পুরোপুরি বা বেশিরভাগ অংশই কিন্তু হজম হয়না। কিন্তু তাই বলে যে এটি আপনার পেটেই রয়ে যায় তা কিন্তু নয়। পেটের পাচনতন্ত্র অনুযায়ী কখনো সময় বেশি লাগে অথবা কখনো সময় কম লাগে। মানুষের পাকস্থলী তৈরি করা হয়েছে এবং এই যে নির্দিষ্ট সময় পরপর পাকস্থলীর হজম হওয়ার খাবার ক্ষুদ্রান্ত্রের ঠেলে দেয়। তাই আপনি নিশ্চিত মনে থাকতে পারেন যে এটিই স্বাভাবিক নিয়মে মলের সাথে বেরিয়ে যাবে শরীর থেকে।
কিন্তু এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয় যে, যেহেতু এখন জেনে গেলেন চুইংগাম গিলে ফেললে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু তার মানে এই নয় যে আপনি নিশ্চিত মনে চুইংগাম গিলে ফেলা শুরু করে দিবেন।
এ ভুল কখনো করবেন না। কারণ বুঝতে পারতেছেন যে সব হজম হতে একটু বেশি সময় নেয় কিন্তু হজম হয়। আর যদি আপনি বারবার বা নিয়মিত চুইংগাম গিলে ফেলা শুরু করেন তাহলে কিন্তু আপনার পেটে এক ধরনের হজমের অযোগ্য একটি গুটি তৈরি হবে যা পরবর্তীতে আপনার হজমে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে। এবং হজমের গন্ডগোল করা শুরু করে দিবে।