কলরবের নতুন গজল নিয়ে বিডি পপুলারের আজকের পোস্ট। কলরব বাংলাদেশ খুব বড় একটি জায়গা দখল করে নিয়েছে নিত্য নতুন গজল উপহার দিয়ে।
তারা ইতিমধ্যে প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। হলিটিউন নামক ইউটিউব চ্যানেলে কলরবের নতুন নতুন গজল গুলো পাবলিশ করা হয়।
শিশুদের গজল থেকে শুরু করে প্রতিটি স্তরের গজল গুলো এবং সাম্প্রতিক ঘটনা গুলো নিয়ে তারা গজল গিয়ে থাকে।
আমাদের দেশের অনেকেই গজল শুনতে ভালোবাসে। তারা নিত্য নতুন গজল এর খোঁজ করে বেড়ায়। তাদেরকে আমি বলব কলরবের এসব গজল গুলো আপনি শুনে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগার কিছু গজল রয়েছে এখানে।
যেহেতু আজকে কলরবের নতুন গজল নিয়ে পোস্ট করবো তাই এই পোস্টে কলরবের সম্প্রতি পাবলিশ করার কিছু জনপ্রিয় গজল দেয়া হয়েছে যেগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে।
আশা করি এই কলরবের নতুন গজল গুলো শুনে আপনার ভালো লাগবে। আপনি সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেই শুনতে পারবেন অথবা হলিটিউন চ্যানেলে গিয়েও নিজের মন মত বাছাই করে নতুন গজল গুলো শুনতে পারবেন।
তাছাড়া আর একটি কথা না বললেই নয় ইউটিউব থেকে কিভাবে কোন ভিডিও ডাউনলোড করবেন তা নিয়ে অনেকেই কনফিউশন থাকে। নতুন গান গজল পছন্দ হয়ে গেলে নিশ্চয়ই আমাদের ডাউনলোড করে অফলাইনে সংরক্ষণ করে রাখতে মন চায়।
কিন্তু তৎক্ষণাৎ সঠিক নিয়ম জানা না থাকার কারণে আমরা অনেকেই ডাউনলোড করতে গিয়ে প্রচুর সময় নষ্ট করে থাকি। কিন্তু এধরনের একটি পোস্ট আগেই করা হয়েছে যে আপনি কিভাবে ইউটিউব থেকে যেকোন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে।
তাই আমি আশা করবো আপনি এই পোস্টটি আগে দেখে আসুন যেন কোন গজল পছন্দ হয়ে গেলে আজকে এবং এখনই গজলটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে অফলাইনে সংরক্ষণ করে রাখতে পারেন।
ইউটিউব থেকে যেকোন ভিডিও ডাউনলোড করবেন কিভাবে?
বিডি পপুলারে যে সকল লিংক দেওয়া হয় এসব লিংকে কোন ধরনের থার্ড পার্টি কোন কোম্পানির মালিকের কোন ধরনের অ্যাক্সেস নাই। আপনারা নির্দ্বিধায় এ সকল লিংক গুলোতে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল টি অথবা ওয়েব সাইটটি ব্রাউজ করে নিতে পারেন।
প্রতিনিয়তঃ বিডি পপুলার বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিকস গুলো শেয়ার করে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের সকল টিপস এন্ড ট্রিকস গুলো অনেক কাজে লাগে ইন্টারনেট দুনিয়ায়। তাই অবশ্যই বিডি পপুলারের সাথে থাকবেন যেন যেকোনো টিপস-এন্ড-ট্রিকস গুলো হাতের নাগালে থাকে।