ফেসবুক আইডি ডিএক্টিভ করলে মূলত ফেসবুক আপনাকে কিছু সময় কিংবা অনির্দিষ্টকালের জন্য আপনার নিজের প্রোফাইল টিকে হাইড বা অদৃশ্য করে ফেলবে অন্যদের থেকে।
অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক একাউন্ট ডিএকটিভ করে দেন তাহলে আপনার প্রোফাইল আর কেউ দেখতে পাবে না। যেকোনো ধরনের ফেসবুকের সাধারণ কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকবেন বা আপনাকে অন্তর্ভুক্ত করতে পারবে না।
আমি নিজেও ফেসবুকের কোন ধরনের সেবাগুলো নিতে পারবেন না।
ফেসবুক আইডি কিভাবে ডিএক্টিভ করতে হয়
ফেসবুক আইডি ডিএক্টিভ করলে আরো কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হবেন তা নিচে দেওয়া হল
- ফেসবুক আইডি ডিএক্টিভ করার ফলে কেউ আপনার প্রোফাইল দেখতে পাবে না অর্থাৎ আপনার প্রোফাইলটি সাথে সাথে হাইড হয়ে যাবে।
- কিছু তথ্য থেকে যাবে যেমন আপনি আপনার বন্ধুকে যেসকল মেসেজগুলো দিয়েছেন বা তথ্য আদান প্রদান করেছেন ওই সকল ইনফরমেশন গুলো আপনার বন্ধুরা দেখতে পাবে। অর্থাৎ আপনি যখন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন তখনকার কিছু তথ্য থেকে যাবে যা শুধুমাত্র আপনার বন্ধুদের সাথে সম্পন্ন হয়েছিল।
- আপনার বন্ধুরা আপনার নাম তাদের বন্ধু লিস্টে দেখতে পাবে। যা শুধুমাত্র আপনার বন্ধুরাই দেখতে পাবে।
- এমন যে সকল গ্রুপ রয়েছে যে সকল গ্রুপে আপনি একটিভ ছিলেন অর্থাৎ পোস্ট করেছেন কমেন্ট করেছেন ঐ সকল গ্রুপে আপনার এইসব পোস্টগুলো কমেন্টগুলো থেকে যাবে পাবলিকলি।
- কিন্তু দুঃখের বিষয় হলো আপনি ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার সাথে সাথে আপনার পেইজ গুলো ডিএক্টিভ হয়ে যাবে। কেউই আপনার পেজগুলোর এক্সেস পাবেনা আর অর্থাৎ সেগুলো আর দেখা যাবে না। যদি না আপনি অন্য কাউকে এসকল পেজের এডমিন এক্সেস না দিয়ে থাকেন। অবশ্যই সতর্ক থাকবেন পেইজ এর ক্ষেত্রে।
- তাছাড়া আপনার যদি ডেভলপার টুলস এর কোন ধরনের অ্যাপস থাকে তাহলে সেগুলো ইনস্ট্যান্ট ডিলিট হয়ে যেতে পারে যদি না আপনি ব্যাকআপ না রাখেন তাহলে পরবর্তীতে আফসোস করতে হতে পারে। অবশ্য আমাদের সাধারন ইউজারদের কোন সমস্যা হবে না কারন আমরা এসকল ডেভলপার টুলস নিয়ে মাথা ঘামাই না এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য আর যারা ডেভলপার টুলস ব্যবহার করে।