আরিফিন শুভ মিশন এক্সট্রিম মুভিতে পুলিশ অফিসার এর চরিত্রে অভিনয় করেছে। মিশন এক্সট্রিম মুভিটি ঢাকা অ্যাটাক মুভির পরে খুবই ভাল একটি মুভি হতে যাচ্ছে।
মূলত মিশন এক্সট্রিম মুভিটি গত বছর 2020 সালে ঈদুল ফিতরের মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু 2020 সালের অবস্থা তো আমরা সবাই জানি। করোনা ভাইরাস মোকাবেলার কারণে লকডাউন এর কবলে পড়তে হয়েছিল তাই মুভিটি রিলিজ দেওয়া হয়নি।
কিন্তু অবশেষে 2021 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে মিশন এক্সট্রিম বাংলা মুভি মুক্তি দেয়া হয়েছে।
IMDb রেটিং দেখুন

অনেকেই মিশন এক্সট্রিম ফুল মুভি ডাউনলোড করতে চাই। হলে গিয়ে মুভি দেখার সময় হয় না তাদের জন্য মিশন এক্সট্রিম ফুল মুভি ডাউনলোড লিংক দেওয়া হল।
মিশন এক্সট্রিম ট্রেলার দেখুন
একেবারে সরাসরি ডাউনলোড লিংক পাবেন এখানে কিন্তু ডাউনলোড করার জন্য আপনাদের টরেন্ট ডাউনলোড সফটওয়্যার ব্যবহার করতে হবে।
টরেন্ট ফাইল খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এই আর্টিকেলটি দেখে আসুন।
টরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করবেন তা আপনাকে আগেই দেখতে হবে। না হলে এখননি ডাউনলোড করতে পারবেন না।
আপনাদের সুবিধার জন্য এখানে ম্যাগনেট টরেন্ট ফাইলটি দেওয়া হল। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় ম্যাগনেট ফাইলগুলো কাজ করে না। তাই আপনাদেরকে সরাসরি মুভির ফাইলের লিঙ্ক দেওয়া হল যেন আপনারা এই লিঙ্কে ক্লিক করে মেগনেট ফাইলটি পেতে পারেন।

মেগনেট ফাইল – মিশন এক্সট্রিম ফুল মুভি (শুধু কপি করুন)
টরেন্ট ফাইল (সরাসরি) – মিশন এক্সট্রিম ফুল মুভি
তাছাড়া পাশাপাশি গুগল ড্রাইভের একটি লিংক দেয়া হল যেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন মুভিটি। অনেক সময় গুগল ড্রাইভের লিংক কাজ করে না কারন অনেকে একই সাথে ডাউনলোড করার কারণে ডাউনলোড লিমিট বন্ধ হয়ে যায়। তাই মূলত সবচেয়ে বেশি রিলায়েবল হলো টরেন্ট সাইট থেকে ডাউনলোড করা। এখান থেকে কখনো ডাউনলোড অফ হয়ে যাবে না।
গুগল ড্রাইভ লিংক – মিশন এক্সট্রিম ফুল মুভি
মুভিটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও মুভিটির হাই রেজুলেশন ডাউনলোড ফাইলটি এখনো অ্যাভেলেবল না তাই 720 পিক্সেল দেখে থাকতে হবে।
পরবর্তীতে অবশ্য আবার ফুল রেজুলেশন ফাইলটি দিয়ে দেয়া হবে।
আসলে মূলত আমরা যারা মুভি দেখতে ভালবাসি তাদের জন্য এ ধরনের সদ্য পাওয়া মুভি গুলো সিনেমা হলে গিয়ে দেখলে ভাল হয়। কারণ মুভিগুলো তৈরি করতে অনেক টাকা খরচ হয় এবং প্রচুর সময়ের সাথে প্রচুর মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। আর কিছু ওয়েবসাইট সদ্য পাওয়া মুভিগুলোর পাইরেসি ক্ষুন্ন করে।
যাইহোক মুভি দেখা তো আর কেউ আটকাতে পারে না।