টরেন্ট ফাইল ডাউনলোড করার সর্বাধিক সুবিধাজনক সিস্টেম আজকে বিডি পপুলারের এই পোস্টে দেখাবো।
আমাদের অনেকেরই টরেন্ট সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার দরকার হয় থাকে। যেমন কোন নতুন একটি মুভি রিলিজ হলে সেটি সর্বপ্রথম আপনি টরেন্ট সার্ভার থেকেই পাবেন। তাই অনেকেই ftp-server থেকেও টরেন্ট সার্ভারকে সর্বাধিক নির্ভর করেন।
এসকল সার্ভারে কি নাই তাহলে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখানে পাইরেসির কিছু ব্যাপার-স্যাপার থাকে। তার পরেও আমাদের এখান থেকে অনেক কিছু ডাউনলোড করতে হতে পারে।
আজকের এই পোস্ট এ কিভাবে সবচেয়ে সুবিধাজনক ভাবে আপনি টরেন্ট সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন তা দেখানো হচ্ছে।
সর্বপ্রথম আমরা একটি সফটওয়্যার ইন্সটল করব সেটি হল ফ্রী ডাউনলোড ম্যানেজার।
ফ্রী ডাউনলোড ম্যানেজার এর সাহায্যে আপনি যে কোন কিছু ডাউনলোড করতে পারবেন। এটি একটি উন্মুক্ত সফটওয়্যার। কোন রকমের লাইসেন্স কিবা কেনার প্রয়োজন হয় না। উইন্ডোজ ভার্সনের জন্য একেবারে ফ্রী একটি সফটওয়্যার। তাছাড়া সফটওয়ারটি কোনো ধরনের এড দেখায় না।
ডাউনলোড করার জন্য ফ্রী ডাউনলোড ম্যানেজার লিংকে ক্লিক করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর ইন্সটল করে নিবেন নিজ দায়িত্বে।
এবার ফ্রী ডাউনলোড ম্যানেজার ওপেন করুন।

টরেন্ট সার্ভার থেকে ডাউনলোড করার জন্য আমরা আজকে The Pirates Bay টরেন্ট ওয়েবসাইটটি বাছাই করে নিলাম।

এখানে আপনি যা খুঁজতে চান তা নিয়ে সার্চ দিবেন। আমি মিশন ইম্পসিবল মুভির নাম লিখে সার্চ দিলাম।

দেখুন এখানে মিশন ইম্পসিবল এর সকল সিরিজগুলো ধাপে ধাপে চলে এসেছে। এবার আপনি দেখবেন আপনি কোন টি ডাউনলোড করতে চান।
ডাউনলোড করার জন্য খেয়াল রাখবেন সবচেয়ে বেশি সিড এবং লিচ যে ফাইল এর আছে ওই ফাইলটি। এসকল ফাইলগুলো ডাউনলোড করতে আপনার খুব বেশি সময় লাগবে না।
তো আমি এখান থেকে একটি ফাইল এর উপর ক্লিক করলাম।
দেখুন এখানে ডাউনলোড নামক একটি অপশন রয়েছে।

এবং তার নিচে ম্যাগনেট নামক একটি অপশন রয়েছে। আমি এখন ম্যাগনেট নামক অপশনটিতে রাইট বাটন ক্লিক করে লিংকটি কপি করে নিব।
এবার এই লিংকটি ফ্রী ডাউনলোড ম্যানেজার ওপেন করে প্লাস বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। লিংকটি আগেই কপি করা থাকলে এটি অটোমেটিকলি পেস্ট হয়ে যায়। এবার ওকে বাটনে ক্লিক করুন। ফ্রী ডাউনলোড ম্যানেজার টরেন্ট ম্যাগনেট ফাইলটি ডাউনলোড ফাইলে রূপান্তর করবে।

কি কি ফাইল ডাউনলোড হবে তার পরবর্তী অপশনে আপনি দেখতে পাবেন। এবার ডাউনলোড বাটনে ক্লিক করার পর ডাউনলোড শুরু করে দিন।

আশাকরি প্রসেসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর এভাবেই টরেন্ট ফাইল গুলো একটি ছোট্ট ফ্রি সফটওয়্যার এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
আপনারা অনেকেই টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য ইউটরেন্ট ব্যবহার করেন। আসলে uTorrent’ অনেক রিসোর্স খায় এবং ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকে এবং বিভিন্ন ধরনের এড দেখায়। তাই ফ্রী ডাউনলোড ম্যানেজার আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে।