ফেসবুক ও মেসেঞ্জার ডিএক্টিভ করার নিয়ম নিয়ে আজকের এই পোস্ট। বাংলাদেশের প্রায় সকলেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। ব্যবহার করার পাশাপাশি আমাদের অনেক সময় ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ করার দরকার হয়।
যারা শুধুমাত্র ব্যবহার করে থাকেন কিন্তু যখন মেসেঞ্জার এবং Facebook ডিএক্টিভ করার প্রয়োজন হবে ঠিক কিভাবে মেসেঞ্জার এবং Facebook ডিএক্টিভ করবেন তা যদি জানা না থাকে তাহলে আজকের এই পোস্টটির সাহায্যে সঠিকভাবে জেনে নিতে পারবেন।
যে কারণেই হোক আপনি যেহেতু ফেসবুক এবং মেসেন্জার আইডি পুরোপুরি ডিএক্টিভ অথবা ডিলিট করে দিতে চাচ্ছেন কিন্তু ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয় বা মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করলে কি হয় তা নিশ্চয়ই জানা প্রয়োজন।
তাহলে আমরা প্রথমেই ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হতে পারে তা জেনে নেই

অবশ্যই অবশ্যই ফেসবুক বা মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করার আগেই আপনি এই নিয়মগুলো জেনে রাখবেন।
- ফেসবুক বা মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করার ফলে আপনার ফেসবুক এবং মেসেন্জার এর সকল কার্যক্রম একই সাথে বন্ধ হয়ে যাবে।
- অর্থাৎ কেউ আপনাকে আর মেসেজ করতে পারবে না অথবা কেউ আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। আপনার ফেসবুকের সকল ডাটা মুহূর্তেই গায়েব হয়ে যাবে। তবে পুরোপুরি গায়েব হবে না ফেসবুকের অ্যালগোরিদমের সাহায্যে কিছুদিনের জন্য আপনার অ্যাকাউন্টটি কে পুনরায় সচল করার একটি সুযোগ দেয়া হবে। ঠিক এই পর্যন্ত কেউ আপনার অ্যাকাউন্টটি আর দেখতে পাবে না অর্থাৎ পুরোপুরি হাইড করে দেওয়া হবে।
- কেউ যদি আপনার অ্যাকাউন্ট ফেসবুকের মাধ্যমে খুঁজতে চায় বা ফেসবুকে আপনাকে সার্চ দেয় তাহলে আপনার আইডি খুজে পাবে না।
- যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের পেজ বা গ্রুপ থেকে থাকে তাহলে সেগুলো আনপাবলিশ হয়ে যাবে। যদি না ঐ সকল গ্রুপ বা পেইজে আর কোন ধরনের সেকেন্ডারি এডমিন না থাকে।
- এ বিষয়টি অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে যদি আপনার প্রয়োজনীয় কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুক আইডি ডিএক্টিভ করার আগে খেয়াল রাখবেন। যদি ফেসবুক আইডি জরুরী প্রয়োজনে ডিএক্টিভ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে এসব কল গ্রুপ বা ফেসবুক পেজ গুলোর জন্য অবশ্য অন্য একটি আইডিকে এডমিন হিসেবে রাখতে হবে। তা না হলে এগুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম।
- ডিএক্টিভ করার পরেও কিছু ইনফরমেশন থাকবে যেগুলো ফেসবুকে দেখা যাবে যেমন আপনি কোন বন্ধুকে মেসেজ পাঠিয়েছেন এরকম ধরনের কিছু তথ্য দেখাতে পারে।
- ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার পরে কিন্তু সাথে সাথেই ডিলিট হয়ে যাবে না। আর এজন্য আপনার বন্ধুরা আপনার ফেসবুকের নাম তাদের ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে। শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ডস আছে তারা একমাত্র তাদের ফ্রেন্ডলিস্ট আপনার ফেসবুকের নামটি দেখতে পাবে অন্য কেউ নয়।
- আমি যদি কোন গ্রুপের মেম্বার হয়ে থাকেন ঐ সকল গ্রুপে আপনার যত ধরনের পোস্ট কমেন্টস রয়েছে সেগুলো অন্যরা দেখতে পাবে।
- কিন্তু পেজ এর ব্যাপারে আগে যা বলেছি তাই হবে। অর্থাৎ পেজটি ডিএক্টিভ হয়ে যাবে এবং কেউ আপনার এই পেজটি এবং পেইজ এর যত ধরনের কনটেন্ট রয়েছে এগুলো কেউ দেখতে পাবে না।
- তাছাড়া যদি ফেসবুক আইডি দ্বারা কোন ধরনের ডেভলপারস অ্যাপ তৈরি করা থাকে তাহলে কিন্তু সে সকল অ্যাপসগুলো ডিলেট হয়ে যাবে। যদি না আপনি এসকল অ্যাপস গুলো অন্য কোন জায়গা ট্রানস্ফার না করে থাকেন।
ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম দেখা যাক
আমি ডেক্সটপ এবং মোবাইল থেকে আলাদা ভাবে আপনাদের স্ক্রিনশটগুলো দেখাবার জন্য আপনাকে কোনোভাবেই অসুবিধার সম্মুখিন না হতে হয়।

ফেসবুক আইডি ডিএক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে লগইন করতে হবে। ফেসবুক আইডিতে লগইন করুন।

আপনার ফেসবুক আইডিতে লগইন করার পর এবার ফেসবুক সেটিংস এ প্রবেশ করুন। অর্থাৎ কম্পিউটার দিয়ে প্রবেশ করলেন সেটিংস এন্ড প্রাইভেসি অপশন এ প্রবেশ করুন। এরপর সেটিংস অপশন এ প্রবেশ করুন।
আর মোবাইল দিয়ে সেটিংস এন্ড প্রাইভেসির পরে সেটিংস অপশন এ প্রবেশ করুন।

দুটি ব্যাপার সমান তারপরও আপনাদের কে পুরোপুরি ডিসক্রাইব করতেছি।
এরপর কম্পিউটার থেকে ব্রাউজ করলে আপনি প্রাইভেসি নামক একটি অপশন দেখতে পাবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর দুই নাম্বার দেবে আপনি দেখতে পাবেন ইউর ফেইসবুক ইনফর্মেশন। এই অপশনের প্রবেশ করার পর দেখবেন একেবারে নিচের দিকে ডিএক্টিভ করার অপশন রয়েছে।




ছাড়া মোবাইল থেকে ব্রাউজ করতে চান তারা সরাসরি পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পর একেবারে নিচের দিকে ম্যানেজ একাউন্ট এ ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ল্যাগাছি কন্টাক্ট এ আপনি দেখতে পাবেন ডিএক্টিভ করার অপশন।




আশা করি আপনারা এ পর্যন্ত ডিএক্টিভ করার অপশনটি খুজে পেয়েছেন।
এবার ডিএক্টিভ অপশন এ ক্লিক করার পর পরবর্তী পদক্ষেপ অনুযায়ী ডিএক্টিভ করে ফেলুন।
তিনটি ধাপ দেখাবে আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পর আপনার একাউন্টে সঠিকভাবে ডিএকটিভ করে ফেলতে পারবেন।



ডিএক্টিভ ফেসবুক একাউন্ট কিভাবে একটিভ করবেন
খুবই সহজ ভাবে আপনার ফেসবুক একাউন্ট ডিএকটিভ করে ফেলতে পেরেছে নিশ্চয়ই।
যদি কখনো আবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান তাহলে খুব কম সময়ের ভিতরে আপনি যদি আবার আপনার ফেসবুকের লগইন তথ্য দিয়ে পুনরায় লগইন করেন তাহলে দেখবেন আপনার ফেসবুক আইডি একটিভ হয়ে গেছে।
এবং সবকিছু আগের মতোই পাবেন। কিন্তু একটি ক্ষেত্রে একটু সমস্যা হবে সেটি হল আপনি যদি ফেসবুকে কোন অ্যাপ তৈরি করে থাকেন তাহলে অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে।
এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না কারন আমরা সাধারণত এ ধরনের কোনো উদ্যোগ নেই না। অর্থাৎ আমাদের সাধারন ইউজারদের কোন ধরনের অ্যাপ তৈরি করার প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র ডেভলপারদের মাথায় রাখতে হবে।
মেসেঞ্জার ডিএক্টিভ করার নিয়ম

তাহলে চলুন এবার মেসেঞ্জার আইডি কিভাবে ডিএক্টিভ করতে হয় তাহলে দেখি নি।
মেসেঞ্জার আইডি আপনাকে আলাদাভাবে ডিএক্টিভ করতে হবে। অনেকেই মনে করেন ফেসবুক ডিএকটিভ করার সাথে সাথে মেসেঞ্জার ডিএক্টিভ হয়ে যায় কিন্তু আসলে তা হয় না।
মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করার জন্য আপনাকে প্রথমেই ফেসবুক আইডি ডিএক্টিভ করে নিতে হবে। যেহেতু আমরা উপরে দেখেছি ফেসবুক আইডি কিভাবে ডিএক্টিভ করা হয় এবং ফেসবুক আইডি ডিএক্টিভ করার পরেই আমরা কেবল মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করতে যাব।
তাহলে আপনার মোবাইল থেকে এবার মেসেঞ্জার ওপেন করুন।

মেসেঞ্জার ওপেন হওয়ার পর একেবারে উপরের বাম দিকের কর্ণারে দেখতে পাবেন আপনার প্রোফাইলের ছবি। প্রোফাইলের ছবিতে ক্লিক করুন।
এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন অপশনগুলোর একেবারে নিচে দেখতে পাবেন লিগ্যাল এন্ড পলিসি নামক একটি অপশন আছে।

অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন মেসেঞ্জার ডিএক্টিভ করার অপশন। এবার এখান থেকে আপনি ডিএক্টিভ অপশন এ ক্লিক করার মাধ্যমে মেসেঞ্জার ডিএক্টিভ করে ফেলতে পারেন।
কিভাবে মেসেঞ্জার আইডি একটিভ করবেন
এই প্রসেস টি ঠিক আগের মতই আপনি যেভাবে ফেসবুক আইডি একটিভ করেছিলেন ঠিক এভাবেই মেসেঞ্জার আইডি একটিভ করতে পারবেন। অর্থাৎ আপনাকে শুধুমাত্র লগইন করতে হবে।
আশাকরি আপনি সফলভাবে ফেসবুক আইডি এবং মেসেঞ্জার আইডি ডিএক্টিভ করতে পেরেছেন এবং খুবই সফল ভাবে একটিভ করতে পারবেন।