মানবজীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানবজীবনে নয় এমনকি মহাজাগতিক সবকিছু সময় এর উপর নির্ভর করে নিজস্ব গতিতে চলাচল করে। তাই সময়ের গুরুত্ব বুঝে এর সঠিক ব্যবহার করা উচিত। প্রায় সকল ক্ষেত্রে সকল জায়গায় দেখে থাকবেন সময়ের এ ধরনের গুরুত্ব সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তারপরেও আমরা কেন যেন সময়ের সঠিক গুরুত্ব দিতে চাইনা। হয়তো অত্যন্ত মোটিভেশন হয় বা অনুপ্রাণিত হয় একবার একদিন সময়ের সঠিক ব্যবহার করার পর পরের দিন আর কোনো হুঁশ জ্ঞান থাকেনা। কিন্তু ব্যাপার হলো প্রতিদিন আমাদেরকে সময় সঠিক ব্যবহার করা উচিত।
বাংলাতে এ ধরনের একটি বই পাওয়া যায় যে আপনি সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবেন। বইটি পড়ে নিজের সময়কে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগানোর উপায় খুঁজে পেতে পারেন।
রকমারিতে বইটি প্রথম কয়েকটি পেজ পড়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের সংগ্রহে রেখে দিবেন।
সময়ের সঠিক ব্যবহার কীভাবে করবেন?

রকমারি থেকে দেখুন
বইটি লিখেছেন খালিদ আবু শাদী।
বইটিতে অনেকগুলো উক্তি ব্যবহার করা হয়েছে। আমি নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরছি যা বইটি সম্পর্কে আপনার ভালোবাসা আরো দ্বিগুন করবে।
- আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনাকে স্বাধীনতা দেয়া হয়েছে। আপনার অবসর সময়টুকু হলো একটি অশোধিত হীরার টুকরোর মতো। এই অবসর সময়টুকু অত্যন্ত মূল্যবান। আপনি যদি জান অবসর সময়ে করতে অত্যন্ত মূল্যবান কিছু তৈরি করতে পারেন। আবার যদি চান তাহলে সাধারণ পাথরের মত পদদলিত করে নষ্ট করে ফেলতে পারেন।
- কোন পরীক্ষায় যদি কেউ অকৃতকার্য হয় তাহলে ও একজন ছাত্রকে যদি জিজ্ঞাসা করতে পারেন যে সময়ের মূল্য আসলে কত। তার কাছ থেকে আপনি একটি পূর্ণ বছরের গুরুত্ব অনুধাবন করতে পারবেন।
- যদি চান যে কোন একটি নির্দিষ্ট মাসের মূল্য বুঝতে তাহলে একজন মাকে জিজ্ঞাসা করুন। কারণ তিনি একমাত্র একটি মাসের মূল্য সঠিকভাবে বুঝতে পারেন। কারণ একজন মা দীর্ঘ 10 মাস সন্তানকে নিজের গর্ভে ধারণ করার পর প্রসব করে।
- আবার যদি একটি সপ্তাহের গুরুত্ব বুঝতে চান তাহলে কোন একটি সাপ্তাহিক পত্রিকার একজন সাংবাদিক বা সম্পাদক কে জিজ্ঞাসা করতে পারেন।
যাই হোক এ ধরনের আরো অনেকগুলো রেফারেন্স মুক্তি দেওয়া হয়েছে যেগুলো পড়ার মাধ্যমে আপনি আসলে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তা জানতে পারবেন।