ফরওয়ার্ডিং নিয়ে এর আগে একটি পোস্ট হয়েছে যে আপনি কিভাবে আপনার মোবাইলে কল ফরওয়ার্ডিং অপশনটি চালু করতে পারেন। আমরা চাইলে সেই পোষ্টটি দেখে আসতে পারেন। অথবা এই পোষ্টের উপকারিতা জানলেই আপনি ফরওয়ার্ডিং চালু করা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন।
কল ফরওয়ার্ডিং হল এক সিমের কল অন্য সিমে ট্রান্সফার হওয়া। আবার অনেক সময় খেয়াল করে থাকবেন যে কোনো ব্যক্তিকে কল করার সময় আপনাকে বলা হয় যে কল ফরওয়ার্ড করা হচ্ছে। আসলে এটি মূলত ফরওয়ার্ডিং।
কল ফরোয়ার্ড কাদের জন্য বেশি দরকারি
যারা একের অধিক মোবাইল ব্যবহার করে থাকেন কিন্তু কখনো কোনো প্রয়োজনে একের অধিক মোবাইল সঙ্গে রাখতে পারেন না তাদের জন্য কল ফরওয়ার্ডিং খুবই দরকারি। অর্থাৎ তিনি একই সাথে দুই থেকে তিনটি মোবাইলের কল এক মোবাইলে রিসিভ করতে পারবেন।
আসলে মূলত অনেকে কল ফরওয়ার্ডিং কে কল ডাইভার্ট নামেও চিনে থাকে। আপনি যাই বলেন না কেন মূলত টেকনিক্যালি ভাষায় কল ফরওয়ার্ডিং হলো – telephone sim switching system
এ সিস্টেমে একটি মোবাইল নাম্বারে আসা ইনকামিং কল অন্য আরেক মোবাইল নাম্বারে ট্রান্সপার করা হয়ে থাকে।
কিভাবে কল ফরওয়ার্ডিং চালু করবেন তা জেনে নিন।
এবার আসি কল ফরওয়ার্ডিং এর মূল সুবিধা গুলো নিয়ে
আসলে ছোট্ট একটি শব্দ কিন্তু এর পরিষেবা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আমরা একটি উদাহরণের মাধ্যমে আপনাকে কল ফরওয়ার্ডিং এর সুবিধা গুলো নিয়ে বলতে পারি।
মনে করুন আপনি বিজনেস করেন। বিজনেসের প্রয়োজনে আপনার অনেকগুলো সিম কার্ড পাবলিক প্লেসে দেয়া আছে। সবগুলো সিম কার্ডে গুরুত্বপূর্ণ কল আসে।
এখন কোন একটা প্রয়োজনে আপনাকে অফিস থেকে দূরে কোথাও যেতে হবে। অথবা ধরুন আপনি অন্য কোন জায়গায় বেড়াতে যাবেন। এখন অফিস থেকে দূরে কোথাও যাওয়ার প্রস্তুতি হিসেবে আপনি সাথে করে কয়টি মোবাইল নিতে পারবেন?
একটি অথবা সর্বোচ্চ দুটি। আমরা ধরে নিলাম আপনি একটি মোবাইল সাথে করে নিতে পারবেন। অফিসের অনুপস্থিতে আপনার অন্যান্য মোবাইলের কল গুলো রিসিভ করবে কে? ঠিক এই মুহুর্তে আপনি চাইলেই কল ফরওয়ার্ডিং এর সুবিধা গুলো নিতে পারেন।
ঠিক এখানে কল ফরওয়ার্ডিং অপশন চালু করার মাধ্যমে আপনি অপর মোবাইলের কল গুলো আপনার নিজের সাথের মোবাইলে রিসিভ করতে পারবেন।
আশাকরি কল ফরওয়ার্ডিং কি তা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। কল ফরওয়ার্ডিং চালু করার জন্য এখানে ক্লিক করুন।