গ্রামীণফোনের এযাবৎকালের সবচেয়ে বড় অফার হলো ৭১ জিবি ইন্টারনেট অফার। অফারটি সীমিত সময়ের জন্য। গ্রামীণফোন গ্রাহকরা চাইলেই মাত্র ৫০০ টাকা খরচ করে এত বড় একটি অফার নিয়ে নিতে পারেন।
যদি আপনারা প্রতিটি জিবির হিসাব করেন তাহলে ৫০০ টাকার ভিতরে গ্রামীণফোন শুধু মাত্র ৫০ জিবি অফার দিয়ে আসছে সব সময়। এটা একটা রেগুলার প্যাকেজ। যে প্যাকেজের মধ্যে প্রতি জিবি ইন্টারনেটের দাম ১০ টাকার আশেপাশে হয়ে থাকে।
কিন্তু ৭১ জিবির অফারটি আপনারা যদি একটু হিসাব করে দেখেন তাহলে প্রতি জিবি ইন্টারনেট এর দাম ৭ টাকার আশেপাশে হয়।
এর থেকে কমে খুব কমই ইন্টারনেট অফার করে থাকে বাংলাদেশের টেলিফোন অপারেটর। যদিও অফারটি খুবই সীমিত সময়ের জন্য তাই এই অফারটি আপনারা কিভাবে ক্রয় করবেন তা নিচে দেয়া হল।
৪৯৯ টাকায় ৩০ দিনের জন্য ৭১ জিবি
৪৯৯ টাকা ৭১ জিবি অফার নেওয়ার জন্য আপনাকে প্রথমে মাই জিপি অ্যাপস ডাউনলোড করতে হবে।
প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করে নিন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিন।

আশাকরি মাই জিপি অ্যাপস এর লগইন আপনাকে দেখিয়ে দিতে হবে না। আপনি নিজে থেকেই পারবেন বলে আশা করা যাচ্ছে।
তারপর মাই জিবি এ্যাপস এর একটু নিচে আসলে What’s New সেকশনে আপনার জন্য কি কি অফার রয়েছে সেগুলো স্ক্রল করে দেখে নিন।

সেখানে দেখতে পাবেন এরকম একটি অফার রয়েছে যা ৪৯৯ টাকায় ৭১ জিবি।

অফারটিতে তে ক্লিক করার মাধ্যমে আপনি কিনে নিতে পারেন।
শুধুমাত্র মাই জিপি গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন। অফারটি কেনার জন্য এমন কোন কোড দেয়া নাই শুধুমাত্র মাই জিপি গ্রাহকরা এটি কিনতে পারবেন তাই।
আমি নিয়ে নিয়েছি

ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১২১*১*৪#