যদিও বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে তবে আমরা যতটুকু সম্ভব তুলনামূলক চাহিদার ভিত্তিতে অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করতেছি। আপনারা দেখে থাকবেন খুব কম সময়ের ভিতর বাংলাদেশ ৩জি ৪জি এবং 2021 সালের শেষ নাগাদ এ এসে ৫জি সেবা যুক্ত করতে যাচ্ছে।
অর্থাৎ আমরা সগৌরবে নিজেদেরকে ডিজিটাল বাংলাদেশ এর ছোঁয়া পেতে যাচ্ছি বলা যায়। যদিও এর আগে এই ডিজিটাল বাংলাদেশ এর পদার্পণ হয়ে গেছে।
প্রথম আলো সংবাদের সূত্র ধরে বলা যায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফাইভ-জি সেবার পরীক্ষামূলক উদ্বোধন করেন রোববার।
কিন্তু পরীক্ষামূলক উদ্বোধনের পরপর কাহারা প্রথম পর্যায়ে ৫জি সেবা উপভোগ করতে পারবেন?
বলা হচ্ছে মোট দেশের ৬ টি স্থানে এই পরিষেবাটি প্রাথমিকভাবে চালু করা হবে। সে স্থানগুলো হল,
- টুংগীপাড়া,
- সচিবালয়,
- স্মৃতিসৌধ,
- প্রধানমন্ত্রীর কার্যালয়,
- ধানমন্ডি ৩২ এবং
- শেরে বাংলা নগর।
মূলত বলা যায় শুধুমাত্র ঢাকাতেই এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তৎপরবর্তী সময়ে দেশের অন্যান্য বিভাগ এবং জেলা শহরে ৫জি উন্মুক্ত করে দেয়া হবে। এটি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক একটি পরিষেবা সরকারিভাবে চালু করা হচ্ছে। বেসরকারিভাবে 2022 সালের মার্চ মাসে তরঙ্গ নিলামের পর ফোরজি সেবার পাশাপাশি ফাইভ জি সেবা চালু করার সুযোগ পাবেন বেসরকারি অপারেটর গুলো।
এতক্ষণ ধরে বকবক করে ফাইভ জি সেবা চালুর নিয়ে যে বয়ান ছাড়া হচ্ছে কিন্তু আসলে ফাইভ-জি পরিষেবাটি কি তা অনেকেরই জানা নাই। ফাইভ-জি কি তা নিয়ে একটি পরিপূর্ণ পোস্ট বিডি পপুলারে পরবর্তীতে দেয়া হবে।